বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগ
৯ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪২ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাশওয়েল প্রিন্স। তবে তার পদত্যাগপত্রটি গ্রহণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সারাবাংলাকে এই খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘হ্যাঁ, তার পদত্যাগপত্র আমরা পেয়েছি। আমরা সম্ভবত তার পতদ্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’
দক্ষিণ আফ্রিকার ওয়েবসাইট ইনডিপেন্ডেন্ট অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে পরিবারকে আরও সময় দিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স।
গত বছরের জুলাই মাসে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা প্রিন্সের সঙ্গে বিসিবির চুক্তি ছিল আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তার আগেই বিদায় নিতে চাইলেন প্রোটিয়া কোচ।
সম্প্রতি ব্যাটিং পরামর্শক হিসেবে পুরনো প্রধান কোচ জেমি সিডন্সকে ফিরিয়ে এনেছে বিসিবি। যাতে প্রিন্স জাতীয় দলের প্রধান কোচের পদে থাকছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল। সিডন্সকে জাতীয় দলের দায়িত্বে রেখে প্রিন্সকে এইচপি দলের দায়িত্ব দেওয়ার আলোচনা শোনা যাচ্ছিল। এর মধ্যেই পদত্যাগ করে বসলেন প্রিন্স।