টস হেরে ফিল্ডিংয়ে ঢাকা, একাদশে নেই মাশরাফি-নাঈম
৯ ফেব্রুয়ারি ২০২২ ১২:০৫ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের পথে। তবে এখনো লড়াই চলছে এলিমিনেটর-কোয়ালিফায়ারের। নিজেদের জায়গা নিশ্চিতের লক্ষ্যে বুধবার (৯ ফেব্রুয়ারি) মুখোমুখি খুলনা টাইগার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। সিলেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।
খুলনা টাইগার্সের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করতে নামা মিনিস্টার গ্রুপ ঢাকার একাদশে এসেছে বড় পরিবর্তন। ঢাকার একাদশ থেকে বাদ পড়েছেন মাশরাফি বিন মুর্ত্তজা, মোহাম্মদ শাহজাদ এবং নাঈম শেখ। এছাড়াও একাদশে জায়গা হারিয়েছেন এবাদত হোসেনও। তাদের জায়গায় দলে জায়গা পেয়েছেন জহুরুল ইসলাম, রুবেল হোসেন, শামসুর রহমান শুভ এবং আজমাতুল্লাহ ওমারজাই।
মিনিস্টার গ্রুপ ঢাকার একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, জহুরুল ইসলাম, শুভাগত হোম, আরাফাত সানি, রুবেল হোসেন, ইমরানুজ্জামান, শামসুর রহমান শুভ, আজমাতুল্লাহ ওমারজাই, ফজল হক ফারুকি এবং কায়েস আহমেদ।
খুলনা টাইগার্সের একাদশ:
মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, রণি তালুকদার, ইয়াসির আলী রাব্বি, থিসারা পেরেরা, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী, সৌম্য সরকার, নাবিল সামাদ, সিকান্দার রাজা এবং রুয়েল মিয়া।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
খুলনা টাইগার্স বনাম মিনিস্টার গ্রুপ ঢাকা টপ নিউজ টস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ বিপিএল