উড়ন্ত বরিশালের সামনে আগে বোলিংয়ে সিলেট
৮ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২০ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২৩
সাকিব আল হাসানের কাঁধে ভর করে অষ্টম বঙ্গবন্ধু বিপিএলে রীতিমতো উড়ছে ফরচুন বরিশাল। উড়ন্ত বরিশালের বিপক্ষে আজ আগে বোলিং করবে সিলেট সানরাইজার্স। বঙ্গবন্ধু বিপিএলের ২৪তম ম্যাচে বরিশালের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক রবি বোপারা।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল সারে ৫টায় শুরু হওয়ার কথা ম্যাচটি।
বরিশাল বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে দলটি। সর্বশেষ পাঁচ ম্যাচ অপরাজিত বরিশাল। যার মধ্যে চার জয় ও বাকি ম্যাচটি বৃষ্টির কারণে হয়েছে পরিত্যক্ত।
অন্যদিকে সিলেটের প্লে-অফের সম্ভবনা নেই বললেই চলে। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে মাত্র ১টিতে জিততে পেরেছে দলটি।
সিলেট সানরাইজার্স একাদশ: মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, কলিন ইনগ্রাম, রবি বোপারা (অধিনায়ক), নাজমুল ইসলাম, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, সোহাগ গাজী, একেএস স্বাধীন ও সিরাজ আহমেদ।
ফরচুন বরিশাল একাদশ: মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান সোহান, জিয়াউর রহমান, মুজিব-উর রহমান, মেহেদি হাসান রানা ও শফিকুল ইসলাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/