Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরের পর্বের আশা বাঁচানোর ম্যাচে চট্টগ্রামের সংগ্রহ ১৪৮

স্পোর্টস ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১৯ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্রথম চার দল খেলবে পরের রাউন্ডে। ছয় দলের মধ্যে পয়েন্ট টেবিলে যারা এগিয়ে থাকবে তাদের মধ্যে প্রথম চার দল খেলবে এলিমিনেটর-কোয়ালিফায়ার রাউন্ডে। বর্তমানে টেবিলের পাঁচে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পরের রাউন্ডে খেলার আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে মাঠে নামে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শামিম হোসেনের অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে চট্টগ্রাম সংগ্রহ করে ১৪৮ রান।

বিজ্ঞাপন

মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে নিজেদের ৯ম ম্যাচে খেলতে নামার আগে আট ম্যাচে কেবল তিনটিতেই জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম আর হেরেছে পাঁচটিতে। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করা চট্টগ্রামের এলিমিনেটর-কোয়ালিফায়ার রাউন্ডে খেলার আশা বাঁচিয়ে রাখার জন্য ঢাকার বিপক্ষে জয়ের বিকল্প নেই। কেননা এই ম্যাচে ঢাকা জিতলে তাদের পয়েন্ট হবে ৯ আর চট্টগ্রাম নিজেদের শেষ ম্যাচ জিতলেও হবে ৮। তবে সেক্ষেত্রে চট্টগ্রামের তাকিয়ে থাকতে হবে খুলনা টাইগার্সের দিকে। খুলনা টাইগার্স নিজেদের শেষ তিন ম্যাচের সবগুলোতে হারলেই কেবল চট্টগ্রামের আশা থাকবে পরের পর্বে খেলার।

বিজ্ঞাপন

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বড় এক বদল চট্টগ্রামের দলে। তৃতীয়বারের মতো অধিনায়ক বদল করে দলটি। এবার অধিনায়কত্বের ভার তরুণ আফিফ হোসেনের কাঁধে তুলে দেওয়া হয়।

ব্যাট করতে নেমে চট্টগ্রাম শুরুতেই হারায় ওপেনার জাকির হোসেনকে। দ্বিতীয় ওভারে ফজলহক ফারুকির বলে বোল্ড হন এই ওপেনার। এরপর দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন জ্যাক উইলস এবং আফিফ হোসেন। তবে ২৪ বলে ২৬ রানের ইনিংস খেলে জ্যাক উইলস আরাফাত সানির বলে উঠে এসে বড় শট খেলতে গিয়ে হন স্টাম্পিং। এরপর ৭ রান যোগ হতেই ফেরেন মেহেদি হাসান মিরাজ। আরও ৪ রান যোগ হতে ফিরতে হয় আফিফকেও।

মিরাজ ব্যাক্তিগত ২ আর আফিফ আউট হন ২৭ রান করে। পরে আকবর আলীকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন শামিম হোসেন। কিন্তু ১০ বলে ৯ রান করে আকবর কায়েস আহমেদের বলে শুভাগত হোমের হাতে ক্যাচ দিয়ে ফিরলে ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে চট্টগ্রাম।

এরপর বেনি হাওয়েলের সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ে চট্টগ্রামকে লড়াইয়ের পুঁজি এনে দেন শামিম হোসেন। ৩৭ বলে ৫২ রান করে শামিম ফেরেন ইনিংসের শেষ ওভারে। বেনি হাওয়েল অপরাজিত থাকেন ১৯ বলে ২৪ রান করেই। এতেই শেষ পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রানের।

ঢাকার হয়ে একটি করে উইকেট নেন মাশরাফি, ফজলহক, আরাফাত, কায়েস, এবাদত এবং মাহমুদউল্লাহ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভার, ১৪৮/৬; (জাকির ১, জ্যাকস ২৬, আফিফ ২৭, মিরাজ ২, শামিম ৫২, আকবর ৯, হাওয়েল ২৪*, মৃত্যুঞ্জয় ০*); (মাশরাফি ৪-০-২৪-১, ফজলহক ৪-০-৩২-১, সানি ৩-০-১৬-১, এবাদত ৪-০-৩৪-১, কায়েস ৪-০-৩৩-১, মাহমুদউল্লাহ ১-০-৫-১)।

টস: মিনিস্টার গ্রুপ ঢাকা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ বিপিএল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর