Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে বল টেম্পারিং


৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১১ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২২ ০০:১৮

টসের সময় থেকেই আলোচনায় ছিলেন রবি বোপারা। মোসাদ্দেক হোসেন সৈকতের বদলে সিলেট সানরাইজার্সের হয়ে টস করতে নামেন তিনি। হঠাৎ অধিনায়কত্ব পাওয়া বোপারা পরে ম্যাচে বল টেম্পারিং করে আম্পায়ারদের নজরে পড়েছেন। যাতে শাস্তি হিসেবে প্রতিপক্ষ খুলনা টাইগার্সের স্কোরে ৫ রান যোগও করা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সিলেট  আন্তর্জািতিক ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের ২২তম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয় সিলেট সানরাইজার্স। টসের সময় জানা যায়, মোসাদ্দেকের বদলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন রবি বোপারা। যিনি কিনা আগের ম্যাচে সিলেটের একাদশেই ছিলেন না! চার ম্যাচ খেলে বাজে পারফরম্যান্সের কারণে একাদশ থেকে বাদ পড়েছিলেন বোপারা।

বিজ্ঞাপন

বিতর্কটা নিজেই আরও বাড়িয়ে দিলেন ইংলিশ ক্রিকেটার। টস জিতে বোলিংয়ে নামা সিলেটের ইনিংসের নবম ওভারে বোলিং করতে এসে বল টেম্পারিং করেন তিনি। টিভি পর্দায় স্পষ্ট ধরা পড়ে নখ দিয়ে বল খুঁটছেন তিনি। বিষয়টি দৃষ্টি এড়ায়নি আম্পায়ারদেরও।

ওভারের তৃতীয় ডেলিভারির পর বল পরখ করে দেখে বিষয়টি ধরতে পারেন তারা। পরে বল পরিবর্তন করা হয়েছে। শাস্তি হিসেবে প্রতিপক্ষ খুলনার স্কোরে ৫ রান যোগও করা হয়েছে। পরে পরিবর্তিত বল নিয়ে বোলিং করেছেন বোপারা।

বিপিএলে অতীতে বল টেম্পারিং করে শাস্তি পাওয়ার মতো ঘটনা ঘটেনি। বিপিএলে রবি বোপারা পরিচিত মুখ। ২০১৩ আসর থেকে এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছেন তিনি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বিপিএল ম্যাচ খেলা ক্রিকেটার তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

টপ নিউজ বঙ্গবন্ধু বিপিএল-২০২২ বল টেম্পারিং রবি বোপারা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর