অধিনায়ক পাল্টে বোলিংয়ে সিলেট
৭ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪৩ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৭
বঙ্গবন্ধু অষ্টম বিপিএলে সিলেট সানরাইজার্সের যেন কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না! এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে জিতে প্লে-অফের রাস্তা কঠিন করে ফেলেছে দলটি। দলের সেরা বোলার তাসকিন আহমেদ ছিটকে গেছেন চোটের কারণে। এসবের মধ্যে ধুঁকতে থাকা সিলেট আজ অধিনায়ক পাল্টে ফেলল। মোসাদ্দেক হোসেনের বদলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ইংলিশ ক্রিকেটার রবি বোপারাাকে।
নতুন অধিনায়কের নেতৃত্বে খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথমে বোলিং করতে নামছে সিলেট। বঙ্গবন্ধু অষ্টম বিপিএলের ২২তম ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের নতুন অধিনায়ক রবি বোপারা।
এদিকে খুলনা টাইগার্সের প্লে-অফ নিশ্চিতের মিশন। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে তিনটিতে জেতা মুশফিকুর রহিমের দল আছে পয়েন্ট টেবিলে চার নম্বরে।
সিলেট সানরাইজার্স একাদশ: লেন্ডল সিমন্স, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, কলিন ইনগ্রাম, মোসাদ্দেকক হোসেন সৈকত, রবি বোপারা (অধিনায়ক), অলক কাপালি, সোহাগ গাজী, আলাউদ্দিন বাবু, একেএস স্বাধীন ও নাজমুল ইসলাম অপু।
খুলনা টাইগার্স একাদশ: আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, ইয়াছির আলি, থিসারা পেরেরা, মুশফিকুর রহিম (অধিনায়ক), সিকান্দার রাজা, জাকের আলী, মেহেদি হাসান, খালেদ আহমেদ, কামরুল ইসলাম ও নাবিল সামাদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/