তাসকিনের বিপিএল শেষ
৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১৮ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৮
বঙ্গবন্ধু অষ্টম বিপিএলে আর খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। সিলেট সানরাইজার্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পিঠের চোটের কারণে অনেকদিন মাঠের বাইরে থাকা তাসকিন আসরের বাকি ম্যাচগুলোও খেলতে পারবেন না।
সোমবার সিলেট সানরাইজার্সের পক্ষ থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাসকিনের জায়গায় দলে ডাকা হয়েছে অপর পেসার একেএস স্বাধীনকে।
‘বি’ ক্যাটাগরি থেকে প্লেয়ার ড্রাফটের বাইরে তাসকিনকে সরাসরি কিনেছিল সিলেট। তাকে ঘিরেই দল গড়ে তোলা হয়েছিল। সিলেট সানরাইজার্সে জাতীয় দলের একমাত্র প্রতিনিধি তাসকিনই। বিপিএলের শুরুতে তাসকিনের পারফর্মও ছিল ঝাঁঝালো। কিন্তু ঢাকার প্রথম পর্ব শেষ হওয়ার পরই তালগোল পাকিয়ে গেল!
পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাসকিনের ‘ভুল বোঝাবুঝি’র খবর আসনে আসে। তারপরই তার পিঠের ইনজুরির খবর মিলে। পরে সিলেটের পক্ষ থেকে বলা হয়, সামনেই আফগানিস্তান সিরিজ। ফলে তাসকিনকে নিয়ে ঝুঁকি নেওয়া হবে না।
আজ তাসকিনের বিপিএল থেকে ছিটকে পড়ার খবর জানানো হলে। বিপিএলে দলের প্রথম চার ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছিলেন তাসকিন।
এদিকে, পয়েন্ট টেবিলে সিলেট সবার নিচে। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে দলটি জিতেছে মাত্র ১টি। এমন অবস্থায় প্লে-অফের টিকিট পাওয়ার সম্ভবনা ক্ষীণ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/