বিপিএল ছেড়ে যাচ্ছেন রাসেল
৫ ফেব্রুয়ারি ২০২২ ০০:২০ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২২ ০০:২৭
মাঝপথে বঙ্গবন্ধু অষ্টম বিপিএল ছেড়ে যাচ্ছেন মিনিস্টার ঢাকার ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। ফিটনেস নিয়ে কাজ করতে দেশে ফিরে যাচ্ছেন তারকা অলরাউন্ডার।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হওয়ার কথা ছিল মিনিস্টার ঢাকার। এই ম্যাচেই এবারের বিপিএলে শেষবার মাঠে নামার কথা ছিল রাসেলের। কিন্তু বৃষ্টির কারণে ঢাকা-কুমিল্লার ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর মিনিস্টার ঢাকার পাঠানো এক ভিডিও বার্তায় রাসেল বলছিলেন, ‘আজ আমার শেষ ম্যাচ ছিল। বৃষ্টির কারণে তা ভেসে গেল। আজ ভালো একটা ম্যাচ খেলে সবাইকে বিনোদন দিয়ে বিদায় নিতে চেয়েছিলাম। বৃষ্টির জন্য তা হল না। সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমরা শিরোপা জেতার মত দল। মিনিস্টার ঢাকার সমর্থকরা সমর্থন জুগিয়ে যান। ডালাসে থেকে আমি যুক্ত থাকব।’
টুর্নামেন্টের শুরু থেকে ঢাকার হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন রাসেল। জানালেন, উপভোগ করেছেন তিনি। ক্যারিবয়ান তারকা বলেন, ‘টুর্নামেন্টের আরও অর্ধেক বাকি। একটু আগেই চলে যেতে হচ্ছে। ফিটনেস নিয়ে কিছু কাজ করতে হবে। অনেক উপভোগ করেছি। দারুণ একটা দল ঢাকা, তাদের কাপ জেতার সামর্থ্য আছে।
এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলা রাসেল অবশ্য প্রত্যাশিত ঝলক দেখাতে পারেননি। ছয় ম্যাচে ব্যাট হাতে রান করেছেন ৬১, যার মধ্যে ফরচুন বরিশালের বিপক্ষে ১৫ বলে ৩১ রান সর্বোচ্চ। পাশাপাশি রাসেল উইকেট নিয়েছেন ৮টি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/