Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠেই সিগারেট টানলেন শাহজাদ


৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৮ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৪

বৃষ্টির কারণে বঙ্গবন্ধু অষ্টম বিপিএলের মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটা মাঠে গড়াবে কিনা তা নিয়ে শঙ্কা। মিরপুরের আকাশে বৃষ্টি এই থামছে, এই নামছে। বৃষ্টি থেমে যাওয়ার সময়ে কয়েক দফা ঢাকার ক্রিকেটারদের ফুটবল নিয়ে মাঠে গা গরমের চেষ্টা করতে দেখা গেল। এর মধ্যে বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে বসলেন দলটির আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। মাঠেই ই-সিগারেট টেনেছেন আফগানিস্তানের এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

ই-সিগারেট অনেক দেশেই নিষিদ্ধ। বাংলাদেশে অবশ্য নিষেধাজ্ঞার কোনো আইন নেই। তবে খেলার মাঠে বা ক্যামেরার সামনে যে কোনো নিকোটিন নেওয়াই নিষিদ্ধ। সেই কাজটিই করলেন শাহজাদ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) মিনিস্টার ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল সাড়ে ৬টায়। বৃষ্টির কারণে সেটি সম্ভব হয়নি। খানিকক্ষণের বৃষ্টির বিরতিতে মাঠে নামতে দেখা গেল মিনিস্টার ঢাকার ক্রিকেটারদের। ড্রেসিংরুমের সামনেই ফুটবল খেলছিলেন দলটির কয়েকজন ক্রিকেটার। কেউ আবার ক্রিকেট বল নিয়েও ব্যস্ত হয়ে পড়েছিলেন। এমন সময়ই শাহজাদকে দেখা গেল ই-সিগারেট নিতে।

চলতি বিপিএলে এখন পর্যন্ত ঢাকার হয়ে ৬টি ম্যাচ খেলে ১২০ রান করেছেন শাহজাদ। গড় ২০, স্ট্রাইকরেট ১২৩.৭১, সর্বোচ্চ ৫৩।

পয়েন্ট টেবিলে মিনিস্টার ঢাকা আছে তিন নম্বরে। টুর্নামেন্টে নিজেদের প্রথম  চার ম্যাচের মাত্র একটিতে জিতলেও ছয় ম্যাচে দলটির জয় এখন ৩টি। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজার দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

 

টপ নিউজ বঙ্গবন্ধু বিপিএল-২০২২ বিসিবি মোহাম্মদ শাহজাদ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর