Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমরুল-লিটনের ফিফটিতে কুমিল্লার বড় জয়

স্পোর্টস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩৭ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫২

বল হাতে মোস্তাফিজুর রহমানের পাঁচ উইকেট। তার দুর্দান্ত এক স্পেলেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৩৮ রানে আটকে রাখে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বৃষ্টি আইনে কুমিল্লার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪৪ রানের। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক ইমরুল কায়েস এবং লিটন দাসের অর্ধশতকে ৯ বল হাতে রেখে ৯ উইকেটের জয় তুলে নেয় কুমিল্লা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বৃষ্টি আইনে কুমিল্লার সামনে ১৪৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়। তবে ইমরুল কায়েস এবং লিটন দাস শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হয়। দেখে শুনে চট্টগ্রামের বোলারদের খেলছিলেন লিটন-ইমরুল।

বিজ্ঞাপন

ইনিংসের ১২তম ওভারের প্রথম বলে মেহেদি হাসান মিরাজকে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক পূর্ণ করেন ইমরুল কায়েস। টি-টোয়েন্টিতে এটি তার ১৩তম অর্ধশতক।

১৫তম ওভারের শেষ বলে নাসুম আহমেদকে মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে উইল জ্যাকসের হাতে ক্যাচ তুলে দেন লিটন দাস। তবে তার ক্যাচ কেবল ফেলেই দেননি জ্যাকস, সেই সঙ্গে ছক্কাও বানিয়ে দেন। এতেই লিটন দাসের অর্ধশতক পূর্ণ হয়ে যায়। এটি তার ১৫তম টি-টোয়েন্টি অর্ধশতক।

দলকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন ইমরুল ও লিটন। একটা সময় ১০ উইকেটের স্বপ্ন দেখতে থাকা কুমিল্লার সেই স্বপ্ন ভেঙে দেন লিটন দাস নিজেই। ১৭তম ওভারের প্রথম বলে মৃত্যুঞ্জয়কে উড়িয়ে মারতে গিয়ে আকাশের দিকে বল উঠিয়ে দেন। আর তা তালুবন্দি করেন আকবর আলী। আউট হওয়ার আগে ৩৭ বলে ৫৩ রান করেন লিটন দাস।

এরপরের দুই বলে একটি চার ও ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েই মাঠ ছাড়েন ইমরুল কায়েস। ফাফ ডু প্লেসিস কোনো বল না খেলে শূন্য রানেই অপরাজিত থাকেন। অন্যদিকে ৬২ বলে ৮১ রানে অপরাজিত থাকেন ইমরুল কায়েস। দুর্দান্ত ইনিংসটি ৬টি চার আর ৫টি ছয়ে সাজান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৮ ওভার, ১৩৮/৮; (ওয়াল্টন ০, উইল ৫৭, আফিফ ২৭, শামিম ২৬, হাওয়েল ৩, নাঈম ৩, মিরাজ ৪, আকবর ১২*,মৃত্যুঞ্জয় ০); (নাহিদুল ৩-০-২১-১, তানভির ৩-০-২১, নারিন ৪-০-৩২-০, মোস্তাফিজ ৫-০-২৭-৫, মঈন ৩-০-২৭-০, সুমন ১-০-৭-০)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৬.৩ ওভার, ১৪৮/১; (ইমরুল ৮১*, লিটন ৫৩* ডু প্লেসিস ০*); (নাসুম ৪-০-২৬-০, শরিফুল ৩-০-২৫-০, মিরাজ ৩-০-৩১-০, হাওয়েল ৪-০-২৯-০, আফিফ ১-০-১০-০, মৃত্যুঞ্জয় ১.৩-০-২১-১)।

ফলাফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ উইকেটে জয়ী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স টপ নিউজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ বিপিএল মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর