হঠাৎ বৃষ্টিতে বিপিএল খেলা বন্ধ
৩ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৪ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৮
শীতের রাতে হঠাৎবৃষ্টি বাঁধাগ্রস্ত করল বঙ্গবন্ধু অষ্টম বিপিএলকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচে মিরপুরের আকাশে হঠাৎ বৃষ্টি নামে। যাতে স্বাভাবিকভাবেই বন্ধ হয়েছে খেলা।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার শক্ত বোলিং লাইনআপের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে দারুণ এগুচ্ছিল চট্টগ্রাম। উইল জ্যাকের বটে ১২তম ওভারে দুই উইকেট হারিয়ে একশ পেরিয়ে যায় চট্টগ্রাম। তারপরই বৃষ্টির হানা।
১৩তম ওভারে হঠাৎ বৃষ্টি নামলে দৌড়ে মাঠ ছেড়েছেন দুই দলের ক্রিকেটাররা। বৃষ্টি নামার আগে ১২.৫ ওভারে ২ উইকেটে ১০৭ রান তুলেছে চট্টগ্রাম। উইল জ্যাক অপরাজিত আছেন ৩৩ বলে ৫১ রান করে। তার সঙ্গে ২০ বলে ২৬ রানে অপরাজিত শামীম হোসেন পাটোয়ারী। এর আগে ২১ বলে ২৭ রান করে আউট হয়ে গেছেন তিনে নামা আফিফ হোসেন ধ্রুব।
উল্লেখ্য, এখন পর্যন্ত চলতি বিপিএলে ৪ ম্যাচ খেলে ৩টিতে জেতা কুমিল্লা আছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে। অপর দিকে ৭ ম্যাচের তিনটিতে জিতে ছয় দলের লড়াইয়ে চট্টগ্রাম আছে টেবিলের পাঁচে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/