Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত সাকিবে বরিশালের টানা তৃতীয় জয়


১ ফেব্রুয়ারি ২০২২ ২১:৪৭ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২২ ০০:২৬

বঙ্গবন্ধু অষ্টম বিপিএলে দুর্দান্তভাবে দল ফরচুন বরিশালকে টানছেন সাকিব আল হাসান। গত ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট-বল  দুই বিভাগেই দুর্দান্ত পারফর্ম করে বরিশালকে অনেকটা একাই জিতিয়েছেন। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও হলো তেমনটা। সাকিবের কাঁধে ভর করে চট্টগ্রামের বিপক্ষে ১৪ রানে জিতেছে বরিশাল।

গত ম্যাচের মতো আজও যথারীতি ম্যাচ সেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতে। আজ ব্যাট হাতে ৩১ বলে ৫০ রান করার পর বোলিংয়ে ২৩ রানে তিন উইকেট নিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। এ নিয়ে টানা তৃতীয় জয় পেলো বরিশাল। ছয় ম্যাচে চতুর্থ জয় পাওয়া বরিশাল পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ১৪৯ রান তুলেছিল বরিশাল। ব্যাটিং অর্ডার ওলট-পালট করে জবাব দিতে নামে চট্টগ্রাম। কিন্তু তাতেও জয়ে ফিরতে পারেনি দলটি। মিডল অর্ডার থেকে তুলে আফিফ হোসেন ধ্রুব ও শামীম হোসেন পাটোয়ারীকে টপ অর্ডারে ব্যাটিংয়ে পাঠানো হয়। দুজন অনেকক্ষন ক্রিজে থেকেছেন ঠিকই, কিন্তু বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি।

ওদিকে এই দুজনের অনুপস্থিতিতে চট্টগ্রামের মিডল অর্ডার আজ পুরো ব্যর্থ। শেষের দিকে মেহেদি হাসান মিরাজ ঝড় তুলেছিলেন বটে কিন্তু তাতে কাজ হয়নি। ওপেনিংয়ে নেমে উইল জ্যাক ফিরেছেন রানের খাতা খোলার আগেই। অপর ওপেনার আফিফ হোসেন ধ্রুব ও তিনে নামা শামীম দ্বিতীয় উইকেটে ৭০ রান তুললেও দুজন খেলেছেন ৬০ বল।

৬ রানের ব্যবধানে এই দুজন ফেরার পর চট্টগ্রামের মিডল অর্ডারকে স্রেফ গুড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান ও মুজিব-উর রহমান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২ বল আগে ১৩৫ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম। মিরাজ আট নম্বরে ব্যাটিং করতে নেমে ১৩ বলে ৩ চার ১ ছয়ে ২৬ রান করেছেন। আফিফ ৩২ বলে ৩ চার ২ ছয়ে করেছেন ৩৯ রান। শামীম পাটোয়ারী ৩০ বল খেলে ২ চার ১ ছয়ে করেন ২৯ রান।

বিজ্ঞাপন

বরিশালের হয়ে মুজিব-উর রহমান ৪ ওভারে মাত্র ৯ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। সাকিব চার ওভারে ২৩ রানে নিয়েছেন তিন উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন ডোয়াইন ব্রাভো ও মেহেদি হাসান রানা।

এর আগে ব্যাটিং ঝলক দেখান সাকিব আল হাসান। বিপিএলের আগে ফরচুন বরিশালের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম বলেছিলেন, এবারের বিপিএলে সাকিবকে দেখা যাবে ভিন্নরূপে। জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট কোনোটিতেই স্বাধারনত ঝড়ো ব্যাটিং করতে দেখা যায় না সাকিবকে। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ক্যালকুলেটিভ ব্যাটিংয়ে দারুণ এক প্যাকেজ হিসেবেই পরিচিত সাকিব। ফাহিম বলেছিলেন, এবার ব্যাট হাতে ঝড় তুলতে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

বিপিএল শুরুর আগে সাকিবকে সেই প্রচেষ্টা করতে দেখাও গেছে। দিনের পর দিন বিগ হিটের অনুশীলন করতে দেখা গেছে তাকে। এবার বিপিএলের মাঠেও ঝড় তুলতে দেখা যাচ্ছে সাকিবকে। আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে করেছিলেন ২৭ বলে ৪১ রান। যাতে ২টি চারের বিপরিতে ছক্কা মেরেছিলেন ৩টি। আজ ৫০ রান করলেন মাত্র ৩১ বল খেলে। চার-ছক্কা মেরেছেন তিনটি করে। এই তিন ছক্কা মেরেছেন ১৫তম ওভারে নাসুম আহমেদের পর পর তিন বলে।

আজ প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বরিশাল। জিয়াউর রহমানের বদলে একাদশে জায়গা পাওয়া মুনিম শাহরিয়ার ওপেনিংয়ে নেমে মাত্র ১ রান করতে পেরেছেন। অপরপ্রান্তে ক্রিস গেইল আউট হয়েছেন ১৯ বলে ২৫ রান করে।

তারপর চারে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে গেছেন সাকিব। তিনে নামা নাজমুল হোসেন শান্ত একপ্রান্ত ধরে এগুচ্ছিলেন। অপরপ্রান্তে চট্টগ্রামের বোলিং আক্রমণকে পাত্তাই দেননি সাকিব। শান্ত ২৮ বলে ২৯ রান করে ফেরার পর সাকিব-তৌহিদ হৃদয় যেভাবে এগুচ্ছিলেন মনে হচ্ছিল বড় সংগ্রহ পেতে যাচ্ছে বরিশাল।

কিন্তু হৃদয় বেশিদূর এগুতে পারলেন না। সাকিব ফেরার পর নিচের দিকে অন্য কেউও আর দাঁড়াতে পারলেন না। যাতে পাঁচ বল আগে ১৪৯ রানে গুটিয়ে গেছে বরিশাল। হৃদয় ১৭ বলে ২২ রান করে ফিরেছেন।

চট্টগ্রামের হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী ২ ওভারে ১২ রান খরচায় নিয়েছেন চার উইকেট। ২.১ ওভারে ৯ রান খরচায় দুই উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স টপ নিউজ ফরচুন বরিশাল বঙ্গবন্ধু বিপিএল-২০২২ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর