Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সাকিব ঝড়


১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৩৬ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪১

বঙ্গবন্ধু অষ্টম বিপিএলের ১৬তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ফরচুন বরিশাল। ঝড়ো এক ফিফটি করে বরিশালের এই সংগ্রহে বড় অবদান দলটির অধিনায়ক সাকিব আল হাসানের।

বিপিএলের আগে ফরচুন বরিশালের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম বলেছিলেন, এবারের বিপিএলে সাকিবকে দেখা যাবে ভিন্নরূপে। জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট কোনোটিতেই স্বাধারনত ঝড়ো ব্যাটিং করতে দেখা যায় না সাকিবকে। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ক্যালকুলেটিভ ব্যাটিংয়ে দারুণ এক প্যাকেজ হিসেবেই পরিচিত সাকিব। ফাহিম বলেছিলেন, এবার ব্যাট হাতে ঝড় তুলতে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

বিজ্ঞাপন

বিপিএল শুরুর আগে সাকিবকে সেই প্রচেষ্টা করতে দেখাও গেছে। দিনের পর দিন বিগ হিটের অনুশীলন করতে দেখা গেছে তাকে। এবার বিপিএলের মাঠেও ঝড় তুলতে দেখা যাচ্ছে সাকিবকে। আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে করেছিলেন ২৭ বলে ৪১ রান। যাতে ২টি চারের বিপরিতে ছক্কা মেরেছিলেন ৩টি। আজ ৫০ রান করলেন মাত্র ৩১ বল খেলে। চার-ছক্কা মেরেছেন তিনটি করে। এই তিন ছক্কা মেরেছেন ১৫তম ওভারে নাসুম আহমেদের পর পর তিন বলে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বরিশাল। জিয়াউর রহমানের বদলে একাদশে জায়গা পাওয়া মুনিম শাহরিয়ার ওপেনিংয়ে নেমে মাত্র ১ রান করতে পেরেছেন। অপরপ্রান্তে ক্রিস গেইল আউট হয়েছেন ১৯ বলে ২৫ রান করে।

তারপর চারে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে গেছেন সাকিব। তিনে নামা নাজমুল হোসেন শান্ত একপ্রান্ত ধরে এগুচ্ছিলেন। অপরপ্রান্তে চট্টগ্রামের বোলিং আক্রমণকে পাত্তাই দেননি সাকিব। শান্ত ২৮ বলে ২৯ রান করে ফেরার পর সাকিব-তৌহিদ হৃদয় যেভাবে এগুচ্ছিলেন মনে হচ্ছিল বড় সংগ্রহ পেতে যাচ্ছে বরিশাল।

বিজ্ঞাপন

কিন্তু হৃদয় বেশিদূর এগুতে পারলেন না। সাকিব ফেরার পর নিচের দিকে অন্য কেউও আর দাঁড়াতে পারলেন না। যাতে পাঁচ বল আগে ১৪৯ রানে গুটিয়ে গেছে বরিশাল। হৃদয় ১৭ বলে ২২ রান করে ফিরেছেন।

চট্টগ্রামের হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী ২ ওভারে ১২ রান খরচায় নিয়েছেন চার উইকেট। ২.১ ওভারে ৯ রান খরচায় দুই উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টপ নিউজ ফরচুন বরিশাল বঙ্গবন্ধু বিপিএল-২০২২ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর