চট্টগ্রামের বিপক্ষে আগে ব্যাটিংয়ে বরিশাল
১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২৮ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৩
বঙ্গবন্ধু অষ্টম বিপিএলের ১৬তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। অর্থাৎ ম্যাচে প্রথমে বোলিং করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
পয়েন্ট টেবিলের দু’দলের অবস্থান পিঠাপিঠি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তিন নম্বরে, ফরচুন বরিশাল চারে। দুই দলের পয়েন্টই ৬ করে। তবে চট্টগ্রাম ম্যাচ খেলেছে ছয়টি, বরিশাল পাঁচটি।
চট্টগ্রামের একাদশে আজ একাধিক পরিবর্তন। টানা অফ ফর্মে থাকা ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটার কেননার লুইসকে বাদ দিয়েছে দলটি। তার বদলে উইকেটরক্ষক হিসেবে ডাকা হয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী আকবর আলীকে। বাদ পড়েছেন সাব্বির রহমান রুম্মানও। তার জায়গায় ডাকা হয়েছে শামীম হোসেন পাটোয়ারীকে। লুইসের জায়গায় বিদেশি হিসেবে ডাকা হয়েছে চ্যাডউইক ওয়ালটনকে।
এদিকে, বরিশালও নেমেছে পরিবর্তিত একাদশ নিয়ে। জিয়াউর রহমানকে বাইরে রেখে একাদশে ডাকা হয়েছে মুনিম শাহরিয়ারকে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: চ্যাডউইক ওয়ালটন, উইল জ্যাক, আফিফ হোসেন, আকবর আলি, শামীম হোসেন পাটোয়ারী, বেনি হাওয়েল, মেহেদি হাসান মিরাজ, নাঈম ইসলাম (অধিনায়ক), মৃত্যুঞ্জয় চৌধুরী, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, ক্রিস গেইল, মুনিম শাহরিয়ার, ইরফান শুক্কুর, নুরুল হাসান সোহান, ডোয়াইন ব্রাভো, মুজিব-উর রহমান, মেহেদি হাসান রানা ও শফিকুল ইসলাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স টপ নিউজ ফরচুন বরিশাল বঙ্গবন্ধু বিপিএল-২০২২