দুর্বার কুমিল্লার বিপক্ষে আগে ব্যাটিংয়ে ঢাকা
১ ফেব্রুয়ারি ২০২২ ১২:৩০ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১২:৩৯
বঙ্গবন্ধু অষ্টম বিপিএলের ১৫তম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। অর্থাৎ ম্যাচে আগে ব্যাটিং করবে মিনিস্টার ঢাকা।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় দুপুর সারে ১২টায়।
টুর্নামেন্টে এখন পর্যন্ত হারেনি কুমিল্লা। তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতে যথারীতি পয়েন্ট টেবিলে সবার উপরে ইমরুল কায়েসের দল। অপর দিকে তারকাবহুল ঢাকা এগুচ্ছে খুঁড়িয়ে।
টুর্নামেন্টে নিজেদের প্রথম চার ম্যাচে মাত্র একটা জয় পাওয়া ঢাকা এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে জিতেছে দুটিতে। প্লে-অফে উঠতে বাকি প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ দলটির। দুই মিলিয়ে আজ হাড্ডাহাড্ডি লাড়ই জমারই কথা। একদিকে অপ্রতিরোধ্য কুমিল্লা। অন্যদিকে তামিম ইকবালসহ ঢাকার ব্যাটিং লাইনআপ আছে দারুণ ফর্মে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল হাসান জয়, করিম জানাত, ফাফ ডু প্লেসি, ক্যামেরুন ডেলপট ও আরিফুল হক।
মিনিস্টার ঢাকা একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, নাইম শেখ, শুভাগত হোম চৌধুরী, রুবেল হোসেন, ইবাদত হোসেন, ইমরানুজ্জামান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ শাহজাদ, আন্দ্রে রাসেল ও কায়েস আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
কুমিল্লা ভিক্টোরিয়ান্স তামিম ইকবাল বঙ্গবন্ধু বিপিএল-২০২২ মিনিস্টার ঢাকা