বরিশালের রোমাঞ্চকর জয়
৩১ জানুয়ারি ২০২২ ২১:৩০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ২১:৩৫
ফরচুন বরিশালের ১৪৫ রানের জবাব দিতে নেমে প্রথম দশ ওভারে খুলনা টাইগার্সের সংগ্রহ ছিল ৩৫ রানে চার উইকেট। তারপরও কী জেতা সম্ভব? খুলনা জিততে পারেও-নি। তবে ইয়াছির আলি রাব্বি ও মুশফিকুর রহিমের ব্যাটে শেষ অবদি লড়াই করেছে দলটি। শেষ দিকে জমে উঠেছিল ম্যাচ। নখ কামড়ানো রোমাঞ্চ শেষে ৬ রানে ম্যাচ জিতেছে বরিশাল।
বঙ্গবন্ধু অষ্টম বিপিএলে নিজেদের প্রথম তিন ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া সাকিব আল হাসানের বরিশালের এটা টানা দ্বিতীয় জয়। ওদিকে পাঁচ ম্যাচে তৃতীয়বার হারল মুশফিকুর রহিমের খুলনা।
সোমবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৪৫ রানের জাবব দিতে নেমে শুরুতে সাকিব আল হাসান ও মুজিব-উর রহমানের স্পিনের বিপক্ষে পেরে উঠেনি খুলনার টপ অর্ডার। আগের ম্যাচের মতো এই ম্যাচেও মুজিব-উর রহমানের স্পিনে হাঁসফাঁস করতে দেখা গেছে সৌম্য সরকারকে। খুলনার অপর ওপেনার আন্দ্রে ফ্লেচার অস্বস্তিতে ছিলেন সাকিবের স্পিনে।
দুজনের ওপেনিং জুটি ভেঙেছে ৬.৩ ওভারে গিয়ে। কিন্তু ততোক্ষণে স্কোরকার্ডে যোগ হয মাত্র ২৩ রান। চাপমুক্ত হতে সাকিবকে তুলে মারতে গিয়ে সীমানায় ক্যাচ হওয়া সৌম্য ১৩ রান করতে খেলেছেন ২২ বল। ডোয়াইন ব্রাভোর বলে ফেরার আগে ফ্লেচার ১২ রান করতে খেলেছেন ২৩ বল। তিনে নামা রনি তালুকদার ১২ বলে ৬ ও পাঁচে নামা থিসারা পেরেরা ৩ বলে ৪ রান করে ফিরলে মনে হচ্ছিল সহজেই জিততে যাচ্ছে বরিশাল।
কিন্তু সেখান থেকেই পাল্টা আক্রমণের পথ বেঁছে নিলেন মুশফিকুর রহিম ও ইয়াছির আলি রাব্বি। তাতে দুজন সফলও হয়েছেন। দুজনের ৫০ বলের জুটিতে উঠে ৭৯ রান। দুজন যেভাবে খেলছিলেন তাতে ধীরে ধীরে ম্যাচের পাল্লা খুলনার দিকেই হেলে পড়ছিল। কিন্তু ১৯তম ওভাারে মুশফিক ২২ বলে ৩৩ করে ফিরলে বাকিদের মধ্যে ইয়াছিরকে আর যোগ্য সঙ্গ দিতে পারলেন না কেউ। যাতে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৯ রানে থেমেছে খুলনা। ইয়াছির ৩৪ বলে ৪টি চার ৩টি ছয়ে ৫৭ রান করে শেষ অবদি অপরাজিত ছিলেন।
বরিশালের হয়ে সাকিব আল হাসান ৪ ওভারে মাত্র ১০ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। মুজিব-উর রহমান উইকেট না পেলেও চার ওভার খরচ করেছেন মাত্র ১৩ রান। ডোয়াইন ব্রাভো ৪ ওভারে ৪০ রান খরচায় নিয়েছেন তিন উইকেট।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা বরিশাল এলোমেলো ব্যাটিং লাইনআপ নিয়ে শুরুতেই বিপদে পড়েন। ক্রিস গেইলের সঙ্গে ওপেনিং করতে নামা ডোয়াইন ব্রাভো ফিরেছেন ৯ রান করে। গেইল ৯ বলে ৪ এবং তিনে নামা তৌহিদ হৃদয় ৮ বলে ৫ রান করে ফিরলে ২৪ রানে তৃতীয় উইকেট হারায় বরিশাল।
সেখান থেকে হাল ধরেন সাকিব-শান্ত। বিপদের মুখে একপ্রান্ত আগলে রাখতে চেয়েছেন শান্ত। কিন্তু অপরপ্রান্ত থেকে পাল্টা আক্রমণ করেছেন সাকিব। তাতে সফলও হয়েছেন। চতুর্থ উইকেট জুটিতে ৭৯ রান তোলেন দুজন। যাতে সাকিবের অবদান ২৭ বলে ৪১। এই রান করতে ২টি চার, ৩টি ছয় মেরেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। শান্ত ৩ চার ২ ছয়ে ৪০ বলে ৪৫ রান করেছেন।
নিচের দিকে কেউ সেভাবে রান তুলতে পারেননি। শেষ দিকে মুজিব-উর রহমান ৬ বলে এক চার এক ছয়ে ১২ রান করলে ১৪৫ রানে পৌঁছে বরিশাল।
খুলনার হয়ে খালেদ আহমেদ ৪১ রান খরচায় নিয়েছেন চার উইকেট। ফরহাদ রেজা ১৪ রানে ও কামরুল ইসলাম রাব্বি ২৫ রানে দুটি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
খুলনা টাইগার্স টপ নিউজ ফরচুন বরিশাল মুশফিকুর রহিম সাকিব আল হাসান