শান্ত-সাকিবের ব্যাটে বরিশালের ১৪৫
৩১ জানুয়ারি ২০২২ ১৯:৫৩ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৯:৫৬
গত ম্যাচের মতো আজও ব্যাটিং অর্ডারে উলট-পালট এনেছে ফরচুন বরিশাল। নিচের দিকের ব্যাটার ডোয়াইন ব্রাভো যেমন নেমেছিলেন ওপেনিংয়ে। টপ অর্ডার ব্যাটার হিসেবে পরিচিত নাজমুল হোসেন শান্তকে পাঠানো হয়েছিল পাঁচে। সেই শান্তই আজ বরিশালের সর্বোচ্চ স্কোরার। চারে নেমে রান পেয়েছেন সাকিব আল হাসানও। যাতে শুরুটা বাজে হলেও খুলনা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাটিং করে ১৪৫ রান তুলেছে বরিশাল।
সোমবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা বরিশাল এলোমেলো ব্যাটিং লাইনআপ নিয়ে শুরুতেই বিপদে পড়েন। ক্রিস গেইলের সঙ্গে ওপেনিং করতে নামা ডোয়াইন ব্রাভো ফিরেছেন ৯ রান করে। গেইল ৯ বলে ৪ এবং তিনে নামা তৌহিদ হৃদয় ৮ বলে ৫ রান করে ফিরলে ২৪ রানে তৃতীয় উইকেট হারায় বরিশাল।
সেখান থেকে হাল ধরেন সাকিব-শান্ত। বিপদের মুখে একপ্রান্ত আগলে রাখতে চেয়েছেন শান্ত। কিন্তু অপরপ্রান্ত থেকে পাল্টা আক্রমণ করেছেন সাকিব। তাতে সফলও হয়েছেন। চতুর্থ উইকেট জুটিতে ৭৯ রান তোলেন দুজন। যাতে সাকিবের অবদান ২৭ বলে ৪১। এই রান করতে ২টি চার, ৩টি ছয় মেরেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। শান্ত ৩ চার ২ ছয়ে ৪০ বলে ৪৫ রান করেছেন।
নিচের দিকে কেউ সেভাবে রান তুলতে পারেননি। শেষ দিকে মুজিব-উর রহমান ৬ বলে এক চার এক ছয়ে ১২ রান করলে ১৪৫ রানে পৌঁছে বরিশাল।
খুলনার হয়ে খালেদ আহমেদ ৪১ রান খরচায় নিয়েছেন চার উইকেট। ফরহাদ রেজা ১৪ রানে ও কামরুল ইসলাম রাব্বি ২৫ রানে দুটি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
ক্রিস গেইল টপ নিউজ ফরচুন বরিশাল বঙ্গবন্ধু বিপিএল-২০২২ সাকিব আল হাসান