ডু প্লেসিস-দেলপোর্ট ঝড়ে কুমিল্লার পুঁজি ১৮৩
৩১ জানুয়ারি ২০২২ ১৪:০৮ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৪:১৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে চট্টগ্রামের বিপক্ষে নামার আগে ব্যাট হাতে সাদামাটা ছিলেন ফাফ ডু প্লেসিস। অবশেষে চট্টগ্রামে এসে ব্যাট হাসল তার। সেই সঙ্গে ক্যামেরুন দেলপোর্টের টর্নেডো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮৩ রানের বিশাল পুঁজি পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএলের এবারের আসরে এই প্রথম মাঠে নামেন লিটন দাস। আর প্রথম ম্যাচেই ৩৪ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ফাফ ডু প্লেসিস ৫৫ বলে ৮৩ রানে আর ক্যামেরুন দেলপোর্ট ২৩ বলে ৫১ রানে টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে হারায় কুমিল্লা। দলীয় মাত্র ৪ রানের মাথায় জয় ফেরেন নাসুম আহমেদের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ তুলে ফেরেন। এরপর দ্বিতীয় উইকেটে ফাফ ডু প্লেসিসকে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়েন লিটন দাস। এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো ব্যাট হাতে খেলতে নেমে ৩৪ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিটন দাস। টাইগার এই ওপেনার অর্ধশতক থেকে মাত্র তিন রান দূরে থাকতে নাসুমের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন লিটন। এতেই ৮০ রানের জুটি ভাঙে কুমিল্লার।
এরপরেই অধিনায়ক ইমরুল কায়েস ফেরেন মাত্র ১ রান করে। ১২তম ওভারে ইমরুল যখন ফিরছেন তখন কুমিল্লার স্কোরবোর্ডে ৮৬ রান। চতুর্থ উইকেটে ক্যামেরুন দেলপোর্টকে নিয়ে কুমিল্লাকে বড় পুঁজি এনে দেন ফাফ ডু প্লেসিস। দেলপোর্ট ২৩ বলে ৫১ রানের টর্নেডো ইনিংস খেলেন। চারটি চার আর তিনটি ছক্কায় ইনিংস সাজান দেলপোর্ট। অন্যদিকে ৫৫ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংসটি ডু প্লেসিস সাজান ৮টি চার আর তিনটি ছক্কায়। এতেই ১৮৩ রানের বড় সংগ্রহ পায় কুমিল্লা।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভার, ১৮৩/৩; (লিটন ৪৭, জয় ১, ডু প্লেসিস ৮৩*, ইমরুল ১, দেলপোর্ট ৫১*); (শরিফুল ৪-০-৪৮-০, নাসুম ৪-০-২৩-২, মৃত্যুঞ্জয় ৩-০-৩৪-০, মিরাজ ৩-০-৩০, রাজা ২-০-১৭-০, হাওয়েল ৪-০-৩১-১)।
টস: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স টপ নিউজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ বিপিএল