Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল ছেড়ে ভারতে জোসেফ, বদলি হেইন


২৯ জানুয়ারি ২০২২ ১৬:৪৩

জমে উঠতেই অষ্টম বঙ্গবন্ধু বিপিএল ছেড়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার আলজারি জোসেফ। ওয়েস্ট ইন্ডিজের আসন্ন ভারত সফরের দলে ডাক পেয়েছেন তিনি। যাতে বিপিএল ছেড়ে ভারতে উড়াল দিচ্ছেন ফরচুন বরিশালের এই পেসার। তার বদলে ইংলিশ ক্রিকেটার স্যাম হেইনকে দলে ভিড়িয়েছে বরিশাল।

শনিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। আজ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে বরিশাল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ম্যাচের পরই ভারতের বিমান ধরবেন জোসেফ।

বিজ্ঞাপন

আজকের ম্যাচে অবশ্য একাদশে জায়গা হয়নি দীর্ঘদেহী পেসারের। এর আগেও নিয়মিত  জায়গা পাননি একাদশে। বরিশালের প্রথম চার ম্যাচের মধ্যে জোসেফ খেলেছেন দুটিতে।

এর মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩২ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। মিনিস্টার ঢাকার বিপক্ষে ৩৪ রান খরচায় নিয়েছেন দুই উইকেট।

এদিকে, জোসেফের জায়গা নিতে ইতোমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন হেইন। ইংলিশ ক্রিকেটার হলেও হেইনের জন্ম হংকংয়ে। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন তিনি। তারপর ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলা হেইন মূলত মিডল অর্ডার হার্ড হিটার ব্যাটার।

ফরচুন বরিশাল স্কোয়াড- সাকিব আল হাসান, মুজিব উর রহমান (আফগানিস্তান), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেদ ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ), তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নিরোশান ডিকওয়েলা (শ্রীলঙ্কা), নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর, সানজামুল ইসলাম, ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), মুনিম শাহরিয়ার, জ্যাকব বেনেডিক্ট লিনটট (ইংল্যান্ড) ও স্যাম হেইন (ইংল্যান্ড)।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

আলজারি জোসেফ ফরচুন বরিশাল বঙ্গবন্ধু বিপিএল-২০২২

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর