তামিমকে বলেছিলাম সেঞ্চুরি কর, তুই পারবি: মাশরাফি
২৯ জানুয়ারি ২০২২ ১৪:১৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৬:৪৩
বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজা নামটাই বড় এক ব্র্যান্ড। পুরো দলকে কিভাবে এক সুতোয় বাঁধতে হয় মাশরাফির সেটা ভালো করেই জানা। এই গুণটিই তাকে দেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক বানিয়েছে বলে মনে করেন অনেকে। এই মুহূর্তে নেতা মাশরাফি উজ্জ্বলা ছাড়াচ্ছেন মিনিস্টার ঢাকার জার্সিতে।
বিপিএলে মিনিস্টার ঢাকার অধিনায়কত্ব করছেন অবশ্য জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে মাশরাফির কাঁধে অধিনায়কত্ব না থাকলেও দলে অলিখিত নেতা তিনি! গতকাল তামিম ইকবালের দুর্দান্ত এক সেঞ্চুরিতে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৭৫ রানের পাহাড় ডিঙে জিতেছে ঢাকা। দুর্দান্ত এই জয়ের পর সতীর্থদের সামনে কথা বলতে দেখা গেল মাশরাফিকে। আত্মবিশ্বাস যোগান এবং কর্তব্য বাতলে দিচ্ছিলেন মাশরাফি। সেখানেই জানালেন, সিলেট ম্যাচের আগে তামিমের সঙ্গে কথা হয়েছিল তার। বলেছিলেন, কোনো দিকে না তাকিয়ে তুই সেঞ্চুরি কর, এটার সামর্থ তোর আছে।
বিদেশি বড় তারকাদের দিকে তাকিয়ে না থেকে যে যখন ক্রিজে আছে তাকেই ‘দিনটা আমার’ মনে করার বার্তা দিয়েছেন মাশরাফি। বিপিএলের ঢাকা পর্বটা ভালো কাটেনি মিনিস্টার ঢাকার। চার ম্যাচ খেলে জিতেছিল মাত্র একটিতে।
সেই বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে মাশরাফি বলেন, ‘এই পরিস্থিতিতে আমরাই এসেছি, আমাদেরই বের হতে হবে। নিজের ওপর ভরসা রাখা জরুরী। কাল তামিমকে বলেছিলাম-‘তামিম, বিদেশিদের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকা। তুই একশ মার, তোর ঐ সামর্থ্য আছে, কাল আমরা ম্যাচ জিততে যাচ্ছি।’ কাল রাতেই বলেছি। আলহামদুলিল্লাহ আজ ও একশ মেরেছে।’
মাশরাফি বলেন, ‘কাল তামিম আবার ভালো খেলতে পারে। নাহয় অন্য কেউ ভালো খেলবে। নিজেরাই এই পজিশনে এনেছি, নিজেদেরই এখান থেকে যেতে হবে। অন্যদের ওপর ভরসা করে লাভ নেই। ২২ গজে নিশ্চিত করো, এটা তোমার দিন। যতক্ষণ ক্রিজে থাকব নিশ্চিত করব, আজকের দিনটা আমার।’
কাল আগে ব্যাটিং করে লেন্ডল সিমন্সের দারুণ এক সেঞ্চুরিতে ১৭৫ রানের সংগ্রহ গড়েছিল ঢাকা। পরে তামিম ইকবালের সেঞ্চুরিতে সেই সংগ্রহ পেরিয়ে নয় উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/