Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ব্রেন্ডন টেইলর

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২ ২০:৩৪ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ২২:৫৫

নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন তা নিশ্চিত হয়েছিল আগেই, অপেক্ষা ছিল কতদিনের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি’র পক্ষ থেকে। স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সেই তথ্য দীর্ঘদিন গোপন রাখার দায়ে সাড়ে তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হলেন ব্রেন্ডন টেইলর।

স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও আইসিসি’র দুর্নীতি দমন বিভাগের কাছে গোপন করেছেন ব্রেন্ডন টেইলর। পাশাপাশি তিনি গ্রহণ করেছিলেন কোকেনের মতো নিষিদ্ধ মাদক।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।  বিবৃতিতে জানানো হয়, দুর্নীতি বিরোধী বিধিমালার চারটি ধারা ভাঙার অভিযোগ মেনে নিয়েছেন টেইলর। সঙ্গে আলাদাভাবে একটি অ্যান্টি ডোপিং ধারাও ভেঙেছেন তিনি।

গত সোমবার (২৪ জানুয়ারি) নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে কদিন জানিয়েছিলেন এসব বিস্ফোরক তথ্য। ফলে একাধিক বছরের জন্য নিষেধাজ্ঞা পাওয়ার মুখে ছিলেন তিনি। অবধারিতভাবে ঘটল সেটাই। সেখানে তিনি লিখেছিলেন, ২০১৯ সালে ভারতীয় এক ব্যবসায়ীর ফাঁদে পা দিয়েছিলেন। ব্ল্যাকমেইলের শিকার হওয়ায় স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পরও সেটা লুকিয়ে গিয়েছিলেন তিনি। যদিও তার দাবি, তিনি কখনও ফিক্সিংয়ে জড়িত হননি।

তিনি জানান, ২০১৯ সালের অক্টোবরে ভারতীয় এক ব্যবসায়ী তাকে জিম্বাবুয়েতে একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনে স্পন্সর হওয়ার কথা বলে ভারতে একটি পার্টিতে আমন্ত্রণ জানান। সন্দেহজনক হলেও টেইলর সেখানে যোগ দেন। প্রাথমিকভাবে তাকে ১৫ হাজার ডলার দেওয়া হলে তিনি তা গ্রহণও করেন।

বিজ্ঞাপন

অর্থ গ্রহণের সঙ্গে তাকে কোকেন দেওয়া হলে তিনি সেটাও গ্রহণ করেন। তার কোকেন গ্রহণের ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করেন ওই ব্যবসায়ী। আর এরপর থেকে তাকে ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করা হয়।

মাদক গ্রহণে অভ্যস্ত হয়ে যাওয়ার জন্য তাকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রেও যেতে হয়েছে বলেও তিনি জানিয়েছেন। গত ২৫ জানুয়ারি থেকে সেই প্রক্রিয়া শুরু হওয়ার কথা। এবার আইসিসি’র কাছে তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ শিকার করে পড়লেন সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞায়।

৩৬ বছর বয়সী এই জিম্বাবুইয়ান ক্রিকেটার রোডেশিয়ানদে জার্সি গায়ে চড়িয়ে ৩৪টি টেস্ট, ২০৫টি ওডিআই এবং ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। নামের পাশে আছে ১৮টি শতকের সঙ্গে প্রায় ১০ হাজার রানও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

আইসিসির নিষেধাজ্ঞায় জিম্বাবুইয়ান ক্রিকেটার টপ নিউজ নিষিদ্ধ ব্রেন্ডন টেইলর ম্যাচ পাতানো সাড়ে তিন বছর নিষিদ্ধ