ভয়ডরহীন ক্রিকেটে আরেকবার ভারত বধের ছক
২৮ জানুয়ারি ২০২২ ১৮:৫২ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৮:৫৯
রাত পোহালেই যুব বিশ্বকাপে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কাল শুধু বাংলাদেশ নয়, ক্রিকেট বিশ্বের অনেকেরই চোখ নিশ্চয় থাকবে যুব বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত যে মুখোমুখি হবে। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে ভয়ডরহীন ক্রিকেটের বার্তা দিলেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান।
গত যুব বিশ্বকাপে ভয়ডরহীন ক্রিকেট খেলেই বিশ্ব মাতিয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মতো দলকে হারিয়ে ফাইনালে উঠে ভারতকে পেয়েছিলেন বাংলাদেশি যুবারা। ভয়ডরহীন ক্রিকেটে শক্তিশালী ভারতকে উড়িয়ে প্রথমবার বিশ্বজয়ী বনেছিল বাংলাদেশ। এবারও সেই একই ছকে ভারত বধের কাব্য লিখতে চায় টাইগার যুবারা।
বিশ্বকাপের আগে ভারতে গিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে ভারতকে দুবার হারিয়েছিল বাংলাদেশ। সেসবও শক্তি যোগাচ্ছে রাকিবুলকে।
কাল শনিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সারে ৭টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডসন স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ওয়েস্ট ইন্ডিজ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান বলেন, ‘২৯ তারিখ আমাদের কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালের আগে আমরা প্রায় ৫-৬ দিনের একটা বিরতি পেয়েছি। এই বিরতিতে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। একদিন ম্যাচের আবহেও অনুশীলন করেছি। মানসিক ও শারীরিকভাবে আমরা ভালো একটা অবস্থায় আছি। আর গত দুইটা ম্যাচ জিতে আমরা ভালো আত্মবিশ্বাসও পেয়েছি। আমাদের ব্যাটাররা রান করেছে, বোলাররা ভালো বোলিং করেছে।’
ভয়ডরহীন ক্রিকেটের বার্তা দিলেন রাকিবুল, ‘আমরা ভালোই আত্মবিশ্বাসী আছি আমাদের স্কিলের উপর। আমরা চেষ্টা করবো আমাদের যে পরিকল্পনাটা আছে সেটা মাঠে শতভাগ প্রয়োগ করার। আমরা ওদের সাথে ভয়ডরহীন ও ইতিবাচক ক্রিকেট খেলবো। যাতে আমরা ভালো একটা ফল নিয়ে বের হতে পারি। ওদের সাথে আমাদের আগেও খেলা হয়েছে কিছু ম্যাচ।’
ভারতে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার পর বিশ্বকাপের আগে এশিয়া কাপের সেমিফাইনালেও ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যদিও সেই অভিজ্ঞতাটা ভালো ছিল না। তাতে কী! রাকিবুল বলছেন, সেখান থেকে প্রতিপক্ষের শক্তিমত্তা ও দুর্বলতা ভালোই জেনেছে তার দল।
যেটা কাজে লাগবে আগামী ম্যাচে, ‘এশিয়া কাপের সেমিফাইনাল ও তার আগে একটা সিরিজ খেলেছি ভারতে গিয়ে। তাই তাদের শক্তিমত্তা, দুর্বলতা সম্পর্কে আমাদের ভালো জানা আছে। যে পরিকল্পনা করে আমরা যাবো সেটা যদি প্রয়োগ করতে পারি এবং ছোট ছোট ভুলগুলো যদি আমরা কম করি তাহলে দিনশেষে আমরা ভালো একটা ফল নিয়ে বের হতে পারবো।’
ফলের চিন্তা বাদ দিয়ে ইতিবাচক ক্রিকেট খেলার মন্ত্র রাকিবুলের। বললেন ভালো ক্রিকেট খেলতে পারলে প্রত্যাশিত ফল মিলবেই, ‘আসল কথা হলো দিন শেষে আমরা ফলাফলের চিন্তা করছিনা, আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো, ভয়ডরহীন ও ইতিবাচক ক্রিকেট খেলবো ইন শা আল্লাহ।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ ক্রিকেট যুব বিশ্বকাপ ২০২২ রাকিবুল হাসান