টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত ঢাকার
২৮ জানুয়ারি ২০২২ ১৮:০৪ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৮:১৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি মিনিস্টার গ্রুপ ঢাকা ও সিলেট সানরাইজার্স। দুই দলের প্রথম লড়াইয়ে শেষ হাসি হেসেছিল সানরাইজার্স। এবার জয়ের লক্ষ্যে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা।
দুই দলেই এসেছে পরিবর্তন। চট্টগ্রামের একাদশে নাজমুল ইসলাম অপুর বদলে এসেছেন আলাউদ্দিন বাবু। আর ঢাকার একাদশে তিন পরিবর্তন। জহুরুল ইসলামের বদলে ইমরানুজ্জামান, ইসুরু উদানার জায়গায় এবাদত হোসেন আর হাসান মুরাদের জায়গায় এসেছেন কায়েস আহমেদ।
মিনিস্টার গ্রুপ ঢাকার একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, ইমরানুজ্জামান, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্ত্তজা, রুবেল হোসেন, এবাদত হোসেন, কায়েস আহমেদ, মোহাম্মদ শাহজাদ এবং আন্দ্রে রাসেল।
সিলেট সানরাইজার্স একাদশ:
লেন্ডল সিমন্স, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, কলিন ইনগ্রাম, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), আলাউদ্দিন বাবু, রবি বোপারা, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, মুক্তার আলী এবং তাসকিন আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
টপ নিউজ টস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ বিপিএল সিলেট সানরাইজার্স বনাম মিনিস্টার গ্রুপ ঢাকা