Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্লেচার-মুশফিকের ঝড়ে খুলনার বড় জয়

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২ ১৬:৫৮ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ১৯:০৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্স। প্রথমে ব্যাট করে খুলনার সামনে ১৪৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় চ্যালেঞ্জার্স। জবাবে আন্দ্রে ফ্লেচারের অর্ধশতক এবং মুশফিকুর রহিমের ৪৩ রানে ভর করে ৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় খুলনা টাইগার্স।

দুই দলের প্রথম দেখায় খুলনাকে ২৫ রানের ব্যবধানে হারিয়েছিল চট্টগ্রাম। এবার তারই যেন প্রতিশোধ নিয়েছে খুলনা টাইগার্স। চট্টগ্রামের ছুঁড়ে দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আন্দ্রে ফ্লেচারের দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে মুশফিকুর রহিমের ঝড়ে ৬ উইকেটের বড় জয় পায় খুলনা।

বিজ্ঞাপন

১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে সৌম্য সরকারকে (১) হারায় খুলনা। এরপর রণি তালুকদারকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন আন্দ্রে ফ্লেচার। ১৮ বলে ১৭ রান করে রণি আউট হলে উইকেটে আসেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।

তৃতীয় উইকেটে ফ্লেচারের ৪৬ রানের জুটি গড়েন মুশফিক। এরপর ফ্লেচার ৪৭ বলে ৫৮ রান করে যখন ফিরছেন তখন জয়ের পথেই খুলনা। এরপর প্রসান্নাকে নিয়ে বাকি কাজটা সারেন খুলনার অধিনায়ক। প্রসান্না জয় থেকে ১ রান দূরে থাকতে মিরাজের শিকার হয়ে ফিরলে দলকে জয়ের বন্দরে নোঙর করান মুশফিক। ৩০ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন মুশি। ইনিংস সাজান ৪টি চার ও ১টি ছক্কায়।

চট্টগ্রামের হয়ে দুটি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। আর একটি করে উইকেট নেন শরিফুল এবং নাসুম।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে জ্যাক উইলসের ২৮ আর আফিফ হোসেনের ৪৪ রানে ভর করে ১৪৩ রানের লড়াকু সংগ্রহ গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খুলনার হয়ে দুর্দান্ত বোলিং করেন থিসারা পেরেরা। একাই গুড়িয়ে দেন চট্টগ্রামের ব্যাটিং লাইন আপ, নেন তিনটি উইকেট। এতেই বড় সংগ্রহ গড়তে পারেনি চট্টগ্রাম

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভার; ১৪৩/৮; (লুইস ১, উইলস ২৮, আফিফ ৪৪, সাব্বির ৪, মিরাজ ৬, হাওয়েল ৫, নাঈম ২৫*, শামিম ২, রেয়াজুর ৭, শরিফুল ১২*); (রাব্বি ৪-০-৪১-১, নাবিল ২-০-১৪-১, মাহেদি ৪-০-২৭-১, প্রসান্না ৩-০-২৪-১, পেরেরা ৪-০-১৮-৩, ফরহাদ ৩-০-১৬-১)।

খুলনা টাইগার্স: ১৮.৫ ওভার; ১৪৪/৪; (ফ্লেচার ৫৮, সৌম্য ১, রণি ১৭, মুশফিক ৪৪, প্রসান্না ২৩, ইয়াসির ০*); (মিরাজ ৩.৫-০-২৪-২, শরিফুল ৩-০-৩২-১, নাসুম ৪-০-২৬-১, রাজা ৪-০-৪০-০, হাওয়েল ৪-০-২১-০)

ফলাফল: খুলনা টাইগার্স ৮ বল হাতে রেখে ৬ উইকেটে জয়ী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

আন্দ্রে ফ্লেচার খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টপ নিউজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর