বিপিএলকে আফগানিস্তান সিরিজের প্রস্তুতি মানছেন সোহান
২৭ জানুয়ারি ২০২২ ২২:৩৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ২২:৩৯
অষ্টম বঙ্গবন্ধু বিপিএলের পরপরই দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানড ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। নুরুল হোসেন সোহান মনে করছেন, আফগান সিরিজের ভালো প্রস্তুতি হতে পারে চলতি বিপিএল।
ঢাকার প্রথম পর্ব শেষে বিপিএল এখন বন্দরনগরী চট্টগ্রামে। বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে আগামীকাল। কাল মাঠে নামবেন সোহানদের ফরচুন বরিশালও। আজ অনুশীলনে ঘাম ঝড়িয়েছে বরিশাল। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তরুণ উইকেরটরক্ষক ব্যাটার বলছিলেন, ‘আমার মনে হয় যে, আন্তর্জাতিক পর্যায়ে যে ‘হাইপ ও ইনটেনসিটি’ থাকে সেটা বিপিএলে পাওয়া যায়। আমার কাছে মনে হয় যে, এটা আমাদের কাছে অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
সোহান বলেন, ‘যেহেতু এটার পরেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে, তো এখান থেকেই আমাদের যতটুকু সম্ভব আত্মবিশ্বাস বৃদ্ধি করা যায়। সেটা করে যদি আমরা যেতে পারি সিরিজে, তাহলে আফগানিস্তান সিরিজে আমাদের জন্য অনেক ভালো হবে।’
অন্য একটা সুবিধাও পাচ্ছেন সোহান। আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্টে বড় অস্ত্রো স্পিনার মুজিব-উর রহমান। সোহানদের বরিশালের হয়ে এবারের বিপিএল খেলবেন মুজিব। বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছে ইতোমধ্যে দলের সঙ্গে যোগও দিয়েছেন তিনি।
সোহানের প্রত্যাশা, নেটে মুজিবকে বেশি বেশি খেলার সুযোগ পাবেন তিনি। যেটা কাজে লাগবে আসন্ন আফগানিস্তান সিরিজে, ‘অবশ্যই চাইব যেন নেটে যত বেশি খেলা যায় (মুজিবকে)। তাহলে হয়তো আমাদের ব্যাটসম্যান যারা আছে, এরপরের সিরিজে যারা থাকবে, তাদের জন্য অনেকটা সহজ হবে।’
বাংলাদেশের বিপক্ষে দারুণ সফল মুজিব। এখন পর্যন্ত টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলে উইকেট নিয়েছেন ৬টি। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৩.৪০। পাঁচটি টি-টোয়েন্টি খেলে উইকেট নিয়েছেন ৭টি। ওভারপ্রতি রান খরচ করেছেন ৪.৭০।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
নুরুল হাসান সোহান বঙ্গবন্ধু বিপিএল-২০২২ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ মুজিব উর রহমান