Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশা করি আমাকে আর দরকার পড়বে না…


২৭ জানুয়ারি ২০২২ ২১:৫৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ২২:০০

তামিম ইকবালের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অধ্যায় কি তবে শেষ? ২০২০ সালের মার্চ থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তাকে ছাড়া টপ অর্ডার ধুঁকছিল বলে টিম ম্যানেজমেন্ট বারবার টি-টোয়েন্টি দলে ডাকছিল তামিমকে। এদিকে কদিন আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, টি-টোয়েন্টি আর খেলতে চান না তামিম।

দেশসেরা ওপেনার অবশ্য একেবারেই টি-টোয়েন্টি থেকে সড়ে দাঁড়াননি। আজ ঘোষণা দিয়েছেন আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলার। কিন্তু ছয় মাস পর কি আদৌ ফিরবেন তামিম? ইতোমধ্যেই টানা ২২ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে তিনি। তার সঙ্গে ছয় মাস মিলিয়ে টানা ২৮ মাস টি-টোয়েন্টির বাইরে থাকবেন। এতোদিন পর আবারও ফিরে আসা সহজ নয়। স্বয়ং তামিমও যে ইঙ্গিত দিলেন ফিরতে চান না পূনরায়।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ছয় মাসের ‘বিরতি’র ঘোষণা দেওয়ার সময় বারবার বলছিলেন, দলের একান্ত প্রয়োজন হলে তবেই ফেরার কথা ভাববেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘আমি যেটা বললাম, আবার বলি, ৬ মাস পর আশা করি আমার দরকার পড়বে না। এটাই আমি দোয়া করি যে আমাদের দল অসম্ভব ভালো করবে। কিন্তু যদি এরকম কোনে পরিস্থিতি আসে, বড় ইভেন্টের আগে যদি টিম ম্যানেজমেন্ট, বোর্ড, আমি নিজেও যদি মনে করি যে দরকার আছে বলে, অবশ্যই পুনর্বিবেচনা করব। এই মুহূর্তে এই ব্যাপারে কোনোকিছু আর চিন্তা করছি না।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পর গুঞ্জন ছাড়ায় অভিমান করে বিশ্বকাপ খেলছেন না তামিম। অধিনায়ক মাহমুদউল্লাহ ও হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে মতোমালিন্যের খবর বেরুয়। দুজন নাকি তামিমকে বিশ্বকাপ দলে চাইছিলেন না। যাতে নিজে থেকেই নাম প্রত্যাহার করে নেন তামিম। আজ সেই বিষয়ে খোলাখুলিই কথা বলেছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মিডিয়ায় তো অনেক ধরনের অনেক কথা হয়, মান-অভিমান, এসব অনেক কিছু হয়। দেখুন, আমি সবসময় একটা কথা বলি, বাংলাদেশকে যে আমি প্রতিনিধিত্ব করতে পারি, এর চেয়ে বড় জিনিস আমার জন্যই নয়, যে কোনো ক্রিকেটারের জন্য হতে পারে না। এখানে মান-অভিমানের জায়গা অতটুকু না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি, এটা পুরোপুরি এবং পুরোপুরি ক্রিকেটীয় সিদ্ধান্ত, এর বেশি কিছু নয়।’

কদিন ধরে বোর্ডকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে তামিমের। বোর্ডের পক্ষ থেকে বারবার টি-টোয়েন্টিতে ফেরার কথা বলা হয়েছে। কিন্তু দেশের ক্রিকেটের স্বার্থে দুই পক্ষ মিলেই ‘বিরতি’র এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন তামিম।

তিনি বলেন, ‘শেষ কয়েকদিন ধরে তো এটা নিয়ে একটা আলোচনা চলছিল যে আমার টি-টোয়েন্টি ভবিষ্যৎ কী হবে বা আমি কি চূড়ান্ত করছি না করছি। প্রথমেই আমি একটা জিনিস বলি, আমার সঙ্গে শেষ কয়েকদিন ধরে বিভিন্নভাবে অনেক জায়গায় বৈঠক হচ্ছিল। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান, জালাল ইউনুস ভাই (বিসিবি পরিচালক), কাজী ইনাম আহমেদ (বিসিবি পরিচালক) ভাইদের সঙ্গে। উনাদের সঙ্গে বেশ কথাবার্তা হয়েছে।’

‘উনারা অবশ্যই চাচ্ছেন, আমি টি-টোয়েন্টি চালিয়ে যাই, অন্তত বিশ্বকাপ পর্যন্ত। আমার ভাবনাটা একটু অন্যরকম ছিল। এখন দুই পক্ষ কথা বলে সম্ভাব্য সেরা ফলাফল যেটা হয়েছে, সেটা হলো, আমি টি-টোয়েন্টি ক্রিকেট আগামী ৬ মাস বিবেচনা করছি না, আন্তর্জাতিক ক্রিকেটে। এই ৬ মাসে আমার পুরো মনোযোগ টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে থাকবে। আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে, ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতি আছে। পুরোপুরিভাবে আমার মনোযোগ থাকবে এই দুই সংস্করণে।’

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তামিম। ২৪.০৮ গড় এবং ১১৬.৯৬ স্ট্রাইকরেটে তাতে রান করেছেন ১ হাজার ৭৫৮। সাতটি হাফ সেঞ্চুরির পাশাপাশি একটি সেঞ্চুরি আছে তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিম ছাড়া সেঞ্চুরি নেই আর কোনো বাংলাদেশি ব্যাটারের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি ক্রিকেট তামিম ইকবাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর