৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দূরে থাকার সিদ্ধান্ত তামিমের
২৭ জানুয়ারি ২০২২ ১৮:২৫ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ২৩:০২
আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে থাকবেন তামিম ইকবাল। পরবর্তীতে দল প্রয়োজন মনে করলে এবং নিজেও তৈরি থাকলে ফেরার কথা ভাববেন। জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক এটাও প্রত্যাশা করেছেন, তার অনুপস্থিতিতে নতুনরা এতোটাই ভালো খেলবেন যে ছয় মাস পর তাকে আর ফেরার প্রয়োজন পড়বে না।
বৃহস্পতিবার (২৭ জানুয়ার) চট্টগ্রামে সাংবাদিকদের নিজেই এসব কথা জানিয়েছেন তামিম। বাংলাদেশের জার্সিতে ২০২০ সালের মার্চে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম, জিম্বাবুয়ের বিপক্ষে। আপাতত সেটাই হয়ে থাকল তার শেষ টি-টোয়েন্টি।
তামিম ইকবালের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে চর্চা হচ্ছিল অনেক আগ থেকেই। চোটের কারণে অনেকদিন যাবত ক্রিকেটের বাইরে থাকা তামিম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিট হলেও বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেন। বিশ্বকাপে প্রতি ম্যাচেই ধুঁকেছে তামিমহীন বাংলাদেশের টপ অর্ডার। বিশ্বকাপের পরও সেই ধারা অব্যাহত। ফলে তামিমের প্রয়োজনীয়তা বাড়ছিল।
কিন্তু কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আন্তর্জাতিক টি-টোয়েন্টি আর না খেলার কথা তাকে জানিয়েছেন তামিম। তার দুদিন পর নতুন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, টি-টোয়েন্টিতে ফেরাতে তামিমের সঙ্গে কথা বলবেন তিনি। কিন্তু সেই কথায় কাজ হলো কমই। তামিম এই ফরম্যাট থেকে নির্দিষ্ট সময়ের জন্য ‘বিরতি’ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন।
বিপিএলের চট্টগ্রাম পর্ব মাঠে গড়াচ্ছে আগামীকাল থেকে। তার আগে আজ অনুশীলন করেছে তামিমের দল মিনিস্টার ঢাকা। অনুশীলনের ফাঁকে তামিম সাংবাদিকদের বলেন, ‘শেষ কয়েকদিন ধরে আপনারা সবাই জানেন যে, আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমেই আমি একটা জিনিস বলি, আমার সঙ্গে শেষ কয়েকদিন ধরে বিভিন্নভাবে অনেক জায়গায় বৈঠক হয়েছে। সভাপতি, জালাল ভাই (ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান), কাজী এনাম ভাইদের সঙ্গে।’
‘উনারা অবশ্যই চাচ্ছেন, আমি টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাই অন্তত বিশ্বকাপ পর্যন্ত। আমার ব্যাপারটা আলাদা ছিল। এখন দুদিক মিলে যেটা ভালো হয় ওই সিদ্ধান্ত নিয়েছি। আগামী ছয় মাস আমি টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ভাবছি না। এই কয়েক মাস আমার পুরো মনোযোগ টেস্ট ও ওয়ানডেতে থাকবে।’
এই ছয় মাস তরুণরা এতোটাই ভালো খেলবেন যে পরে তাকে আর ফিরতে হবে না, প্রত্যাশা তামিমের, ‘টি-টোয়েন্টির বিষয়টা হলো, ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে ভাবব না। আশা করি এই ছয় মাসে তরুণরা এত ভালো খেলবে-আমার আর প্রয়োজন পড়বে না। তারপরও ছয় মাস পর যদি এমন সময় আসে ক্রিকেট বোর্ড, নির্বাচক বা টিম ম্যানেজম্যান্ট যদি মনে করে আমাকে দরকার, আমিও যদি প্রস্তুত থাকি। তখন আবার এটা নিয়ে আলাপ হবে। কিন্তু এই ছয় মাস ভাবছি না।’
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তামিম। ২৪.০৮ গড় এবং ১১৬.৯৬ স্ট্রাইকরেটে তাতে রান করেছেন ১ হাজার ৭৫৮। সাতটি হাফ সেঞ্চুরির পাশাপাশি একটি সেঞ্চুরি আছে তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিম ছাড়া সেঞ্চুরি নেই আর কোনো বাংলাদেশি ব্যাটারের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/