Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবদের উড়িয়ে কুমিল্লার দুইয়ে দুই


২৫ জানুয়ারি ২০২২ ২২:১০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ২২:১৫

বঙ্গবন্ধু অষ্টম বিপিএলের শুরুতে দারুণ ছন্দে এগুচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিগে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সকে হারানো দলটি আজ সাকিব আল হাসান, ক্রিস গেইলদের ফরচুন বরিশালকে স্রেফ উড়িয়ে দিয়েছে। ব্যাট-বল দুই বিভাগেই দারুণ পারফর্ম দেখিয়ে ৬৩ রানে ম্যাচ জিতেছে ইমরুল কায়েসের দল।

অর্থাৎ এখন পর্যন্ত চলতি বিপিএলে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেলো কুমিল্লা। চার ওভারে মাত্র ৫ রান খরচায় তিন উইকেট নেওয়া  কুমিল্লার নাহিদুল ইসলাম ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় কুমিল্লা। যাতে বড় অবদান মাহমুদুল হাসান জয়ের। জাতীয় টেস্ট দলের নতুন এই সদস্য চলতি বিপিএলে প্রথমবার কুমিল্লার একাদশে সুযোগ পেয়েই পারফর্ম করলেন।

ওপেনিংয়ে নেমে ক্যামেরুন ডেলপটের সঙ্গ ৩৩ রানের জুটি গড়েন জয়। ডেলটপ ১৩ বলে ১৯ করে ফিরলে কুমিল্লার বাকি ব্যাটাররা বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। তবে জয় একপ্রান্তে অনেকক্ষণ ব্যাটিং করলেন এবং করিম জানাত, ইমরুল কায়েসরা ছোট তবে কার্যকর কিছু ইনিংস খেললেন বলেই বলার মতো সংগ্রহ পেয়েছে কুমিল্লা।

জয় ৩৫ বল খেলে ৬টি চার ১টি ছয়ে ৪৮ রান করেন। করিম জানাত মাত্র ১৬ বলে ১টি চার ৩টি ছয়ে ২৯ রান করেন। ইমরুল কায়েস ১৫, মুমিনুল হক ১৭ রান করেন। বরিশালের হয়ে ডোয়াইন ব্রাভো ৩০ রানে তিনটি ও সাকিব আল হাসান ২৫ রানে দুটি উইকেট নিয়েছেন।

পরে জবাব দিতে নামা বরিশালের কোমড়টা শুরুতেই ভেঙে দিয়েছেন  নাহিদুল ইসলাম। ৪৫ রান তুলতেই সৈকত আলী, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয় ও ক্রিস গেইলকে হারায় বরিশাল।  এই চারজনের তিনজনকেই ফেরান নাহিদুল। নাজমুল হোসেন শান্ত একপ্রান্ত আগলে রেখে লড়ে যেতে চেয়েছেন। তবে শুরুতেই বিপদে পড়া বরিশালের হয়ে অন্যপ্রান্তে দাঁড়াতে পারেননি আর কেউ।

বিজ্ঞাপন

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে ৯৫ রানে গুটিয়ে গেছে বরিশাল। শান্ত ৩৬ রান করেছেন। এছাড়া তৌহিদ হৃদয় ১৯ ও নুরুল হাসান সোহান ১৭ রান করেন। নাহিদুলের পাশাপাশি কুমিল্লার হয়ে আজ দারুণ বোলিং করেছেন তানভির ইসলাম, করিম জানাত, শহিদুল ইসলামও। তিনজনই দুটি করে উইকেট পেয়েছেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশাল বঙ্গবন্ধু বিপিএল-২০২২ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর