কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠাল বরিশাল
২৫ জানুয়ারি ২০২২ ১৭:০৮ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ১৭:৩৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনীর দিনের পর এই প্রথম মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে জয়ের পর এবার তাদের সামনে ফরচুন বরিশাল। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ:
ইমরুল কায়েস (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, মমিনুল হক, আরিফুল হক, মহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, সিএস ডেলপোর্ট, করিম জানাত এবং মোস্তাফিজুর রহমান।
ফরচুন বরিশালের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, ডুয়েন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেপ, নুরুল হাসান সোহান, শফিকুল ইসলাম এবং তাইজুল ইসলাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সানরাইজার্স টপ নিউজ টস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ বিপিএল