Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের দুর্দান্ত মাইলফলক


২৪ জানুয়ারি ২০২২ ১৮:৫২ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১৮:৫৫

অষ্টম বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচ জেতা ফরচুন বরিশাল আজ নিজেদের তৃতীয় ম্যাচেও জয় দেখছিল। কিন্তু মিনিস্টার ঢাকার ক্যারিবিয়ান হার্ডহিটার আন্দ্রে রাসেলের হঠাৎ ঝড়ে সেই সম্ভবনা আর সত্যি হয়নি। অবশ্য দল টানা তৃতীয় জয় না পেলেও বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান দারুণ এক মাইলফলকে পৌঁছার আনন্দ নিয়ে মাঠ ছেড়েছেন।

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রান ও চারশ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব। বাংলাদেশি তারকার আগে এই অর্জনে নাম লেখাতে পেরেছেন মাত্র একজন। সাকিবের বরিশালের হয়েই বিপিএল খেলা ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।

বিজ্ঞাপন

এই ফরম্যাটে সাকিব পাঁচ হাজার রানের মাইলফলক আগেই পেরিয়েছেন। আজ অষ্টম বিপিএলে মাহমুদউল্লাহকে আউট করে চারশ উইকেট পূর্ণ করলেন। টি-টোয়েন্টি ইতিহাসে সাকিবের আগে চারশ উইকেট নিতে পেরেছেন চারজন। তারা হলেন- ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন ও আফগানিস্তানের রশিদ খান।

৩৯৯ উইকেট নিয়ে আজ মাঠে নামা সাকিব নিজের প্রথম তিন ওভাবে উইকেট পাননি। নিজের কোটার চতুর্থ ওভারে যখন বোলিং করতে গেলেন তখন প্রতিপক্ষের জয়ের জন্য দরকার মাত্র ১ রান। বল হাতে ছিল ১৭টি, উইকেট ৫টি। তেমন পরিস্থিতিতে উইকেট পাওয়ার কথা সাকিবও নিশ্চয় ভাবেননি! মনে হচ্ছিল, আজ আর হচ্ছে না মাইলফলক পেরুনো, কিন্তু হলো।

সাকিবকে তুলে মারতে গিয়ে এক্সট্রা কাভারে ক্যাচ তুলে দেন মাহমুদউল্লাহ। যাতে ৪০০ উইকেট  পূর্ণ হয় বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের।

ম্যাচে সাকিবের বরিশালকে ৪  উইকেটে হারিয়েছে ঢাকা। প্রথমে ব্যাটিং করে ১২৯ রান তুলেছিল বরিশাল। পরে ১৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে ঢাকা।

বিজ্ঞাপন

ফরচুন বরিশাল বঙ্গবন্ধু বিপিএল-২০২২ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর