Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালকে হারিয়ে প্রথম জয় ঢাকার

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২ ১৬:০৪ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১৭:১০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল মিনিস্টার গ্রুপ ঢাকা। ফরচুন বরিশালের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ বলে এবং ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।

প্রথমে ব্যাট করে বরিশালের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ঢাকা। মাত্র ১০ রান তুলতেই তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, জহুরুল ইসলাম এবং মোহাম্মদ শাহজাদকে হারায় ঢাকা। এরপর শুভাগত হোমকে সঙ্গে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ দিকে আন্দ্রে রাসেলের ১৫ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে ১৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।

বিজ্ঞাপন

স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই ইনিংসের দ্বিতীয় বলে শফিকুল ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। পরের ওভারে মোহাম্মদ নাঈমকে (৪) কট বিহাইন্ড করার পর ওই ওভারেই জহুরলক (০) বোল্ড করেন আলজারি জোসেপ। আর তৃতীয় ওভারে এসে মোহাম্মদ শাহজাদকে বোল্ড করেন শফিকুল ইসলাম। এতেই ১০ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে ঢাকা।

এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও শুভাগত হোম পঞ্চম উইকেটে দুর্দান্ত এক জুটি গড়ে দলকে জয়ের পথে ফিরিয়ে আনেন। কিন্তু ১৪তম ওভারে ব্রাভোর বলে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শুভাগত। কিন্তু উইকেটের অপরপ্রান্ত আকড়ে রাখেন মাহমুদউল্লাহ। এরপর আন্দ্রে রাসেল আসেন উইকেটে।

বাকি সময়টা একাই ম্যাচ ঢাকার পক্ষে নিয়ে এসেছেন রাসেল। তিন চার আর দুটি ছক্কায় ১৫ বলে ৩১ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রাসেল। তবে দলের জয়ের জন্য যখন এক রানের প্রয়োজন তখন সাকিব আল হাসানের শিকার হয়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। আউট হওয়ার আগে ৪৭ বলে ৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ঢাকার অধিনায়ক।

বিজ্ঞাপন

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের ৩৬ আর ব্রাভোর ৩৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রানের পুঁজি দাঁড় করাতে পারে বরিশাল।

স্কোরবোর্ড:

ফরচুন বরিশাল: ২০ ওভার, ১২৯/৮; (সৈকত ১২, শান্ত ৫, সাকিব ২৩, হৃদয় ০, গেইল ৩৬, সোহান ১, ব্রাভো ৩৩*, জিয়াউর ১, জোসেপ ৪, তাইজুল ৫*); (রুবেল ৩-০-৮-১, শুভাগত ৪-০-১৯-১, মুরাদ ২-০-১২-১, রাসেল ৪-০-২৭-২, উদানা ৪-০-২৯-২, মাহমুদউল্লাদ ৩-০-৩১-১)।

মিনিস্টার গ্রুপ ঢাকা: ১৭.৩ ওভার ১৩০/৬; (তামিম ০; শাহজাদ ৫, নাঈম ৪, জহুরুল ০, মাহমুদউল্লাহ ৪৭, শুভাগত ২৯, রাসেল ৩১*, উদানা ১*); (শফিকুল ৩-১-২০-২, জোসেপ ৩-০-৩৪-২, সাকিব ৩.৩-০-২১-১, ব্রাভো ৩-০-১৬-১, তাইজুল ৪-০-২৯-০, জিয়ারু ১-০-৬-০)

ফল: মিনিস্টার গ্রুপ ১৫ বল হাতে রেখে ৪ উইকেটে জয়ী।

প্লেয়ার অফ দ্যা ম্যাচ: আন্দ্রে রাসেল (ব্যাট হাতে ১৫ বলে অপরাজিত ৩১; বল হাতে ২৭ রানে দুই উইকেট)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টপ নিউজ ঢাকার জয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মিনিস্টার গ্রুপ ঢাকা বনাম খুলনা টাইগার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর