টস জিতে বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ ঢাকার
২৪ জানুয়ারি ২০২২ ১২:০৮ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ ১৪:১৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের শুরুটা ভালো হয়নি মিনিস্টার গ্রুপ ঢাকার। নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে তারা। অন্যদিকে একটি ম্যাচ খেলা ফরচুন বরিশাল অনায়াসেই জয় পেয়েছে। এবার মিরপুর শের-ই-বাংলায় ঢাকা ও বরিশাল মুখোমুখি। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বরিশালের একাদশে এদিন যুক্ত হয়েছেন ইউনিভার্সাল বস ক্রিস গেইল। আর ঢাকা একাদশে এবাদত হোসেনের বদলে জায়গা পেয়েছেন হাসান মুরাদ।
ফরচুন বরিশালের একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ক্রিস গেইল, ডুয়েন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেপ, নুরুল হাসান সোহান, শফিকুল ইসলাম এবং তাইজুল ইসলাম।
মিনিস্টার গ্রুপ ঢাকার একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, জহুরুল ইসলাম, শুভাগত হোম, আরাফাত সানি, রুবেল হোসেন, হাসান মুরাদ, ইসুরু উদানা, মোহাম্মদ শাহজাদ এবং অ্যান্ড্রিউ রাসেল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
টস বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মিনিস্টার গ্রুপ ঢাকা বনাম খুলনা টাইগার্স