Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টির বর্ষসেরার পুরষ্কার জিতলেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২২ ১৬:০৬

২০২১ সালটা ক্রিকেটের সবচেয়ে কনিষ্ঠতম ফরম্যাটে স্বপ্নের মতো কাটিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। আর নতুন বছরে এসে মিলেছে তার প্রতিদানও। আইসিসি’র বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব জিতেছেন পাকিস্তানের এই ওপেনিং ব্যাটার। বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে তার সঙ্গে আরও ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, ইংল্যান্ডের জস বাটলার এবং শ্রীলংকার ওয়াইনিন্দু হাসারাঙ্গা।

বিজ্ঞাপন

পাকিস্তানের ওপেনিং ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ২০২১ সালের টি-টোয়েন্টি ক্রিকেট শাসন করেছেন। ২৯ ম্যাচে ৭৩ দশমিক ৬৬ গড়ে তার রান সংখ্যা ১ হাজা ৩২৬। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের স্মরণীয় জয়ে অবদান রাখেন তিনি। বছরের শুরুতেই লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতক হাঁকান রিজওয়ান।

টুইটারে নিজের ব্যক্তিগত অ্যাকাউন থেকে রিজওয়ান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ভালোবাসা আর সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবার প্রতি। ইন শাহ আল্লাহ, এটি কেবল শুরু। এই খেতাব পাকিস্তান এবং পাকিস্তানি জনগণের জন্য উৎসর্গ করলাম।’

সারাবাংলা/এসএস

আইসিসি টি-টোয়েন্টির বর্ষসেরা ক্রিকেটার পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর