চট্টগ্রামের বিপক্ষে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ঢাকার
২২ জানুয়ারি ২০২২ ১৭:০৯ | আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ১৭:১৪
প্রথম ম্যাচে রানের পাহাড় গড়েও শেষ পর্যন্ত খুলনা টাইগার্সের কাছে হার মিনিস্টার গ্রুপ ঢাকার। পরের দিনই নিজেদের ফিরে পাওয়ার ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি মাহমুদউল্লাহ রিয়াদরা। দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফরচুন বরিশালের কাছে হার দিয়ে শুরু হয়। আর দিনের পরের ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হারে মিনিস্টার গ্রুপ ঢাকা। আর দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি একে অপরের। দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশ: কেনার লুইস, জ্যাক উইলস, আফিফ হোসেন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), শামিম হোসেন পাটওয়ারি, বেনি হাওয়েল, , নাইম ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম এবং নাসুম আহমেদ।
মিনিস্টার গ্রুপ ঢাকার একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, জহুরুল ইসলাম, শুভাগত হোম, আরাফাত সানি, রুবেল হোসেন, এবাদত হোসেন, ইসুরু উদানা, মোহাম্মদ শাহজাদ এবং অ্যান্ড্রিউ রাসেল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস