তামিমের ফিফটি, রিয়াদের ক্যামিওতে ঢাকার রানের পাহাড়
২১ জানুয়ারি ২০২২ ২০:৩৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ২১:১৬
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই খুলনা টাইগার্সের বোলারদের ওপর চড়াও হয়ে রানের পাহাড় গড়ে মিনিস্টার গ্রুপ ঢাকা। ওপেনার তামিম ইকবালের অর্ধশতকের পর শেষ দিকে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান তোলে ঢাকা।
মিনিস্টার গ্রুপ ঢাকার দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ এবং তামিম ইকবাল শুরু থেকেই ঝড়ো গতিতে রান তুলতে থাকেন। তামিম ইকবাল যদিও শুরু থেকেই ঠান্ডা মেজাজে খেলতে থাকেন তবে শাহজাদ ব্যাট ছোটাতে থাকেন শুরু থেকেই। ২৭ বলে ৮টি চারে ৪২ রান করে শাহজাদ যখন রান আউট হয়ে ফিরছেন তখন ঢাকার স্কোরবোর্ডে ৮.১ ওভারে রান ৬৯।
দুর্দান্ত উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন তামিম। ৪১ বলে ৭টি চারে অর্ধশতক করেন তামিম। আর অর্ধশতক ছোঁয়ার পরের বলে কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে তামিম যখন ফিরছেন তখন ঢাকার দলীয় সংগ্রহ ১০৯। তামিম ফেরার পরপরই ১১ বলে ৯ রান করে ফেরেন নাঈম।
দ্রুতই দুই উইকেট হারিয়ে চাপে পড়া ঢাকার হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং আন্দ্রে রাসেল। তবে রাসেল ৩ বলে একটি ছক্কায় ৭ রান করে ফেরেন দলীয় ১২৫ রানে। এরপরে ব্যাট ছোটাতে শুরু করেন অধিনায়ক রিয়াদ। দুর্দান্ত এক ক্যামিও ইনিংস খেলেন মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক। ২০ বলে দুটি চার এবং তিনটি ছক্কায় ৩৯ রান করেন মাহমুদউল্লাহ।
রিয়াদ ছাড়া জহুরুল ইসলাম ১১ বলে ১২ আর শেহশ দিকে শুভাগত হোম ৪ বলে ৯, ইসুরু উদানা ২ বলে ৬ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৮৩ রানের।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
মিনিস্টার গ্রুপ ঢাকা: ২০ ওভার, ১৮৩/৬; (শাহজাদ ৪২, তামিম ৫০, নাঈম ৯, মাহমুদউল্লাহ ৩৯, রাসেল ৭, জহুরুল ১২, শুভাগত ৯, ইসুরু ৬); (মাহেদি হাসান ৪-০-২৪-০, নাভিন ৪-০-৩৮-০, রাব্বি ৪-০-৪৫-৩, ফরহাদ ৪-০-৪৩-০, পেরেরা ৪-০-২৭-১)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
টপ নিউজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মিনিস্টার গ্রুপ ঢাকা বনাম খুলনা টাইগার্স