সোহানসহ করোনায় আক্রান্ত বরিশালের তিনজন
২১ জানুয়ারি ২০২২ ১৪:৫৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৫:০১
অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। বিপিএল শুরু হওয়ার আগে সৌম্য সরকারসহ বেশ কয়েকজনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। নতুন করে জানা গেল, আক্রান্ত হয়েছেন নুরুল হাসান সোহানসহ আরও তিনজন। তিনজনই ফরচুন বরিশালের সদস্য।
শুক্রবার (২১ জানুয়ারি) ফরচুন বরিশালের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। সোহানসহ আক্রান্ত বাকি দুজন হলেন- ব্যাটার মুমিন শাহরিয়ার ও ব্যাটিং পরার্শক নাজমুল আবেদিন ফাহিম।
অবশ্য দলে করোনা হানা দিলেও আজ বিপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে নেমেছে ফরচুন বরিশাল। সাকিব আল হাসানের নেতৃত্বে অষ্টম বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে বরিশাল। সোহানের জায়গায় বরিশালের হয়ে উইকেটকিপিং করছেন ইরফান শুক্কুর।
করোনার প্রভাব যেভাবে হুঁ হুঁ করে বাড়ছে, তাতে বিপিএলকে নিয়ে বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হচ্ছে বিসিবিকে। এদিকে ভাইরাসটির প্রভাব বিবেচনা করে আজ দেশের স্কুল-কলেজ দুই সপ্তাহের ছুটি ঘোষণা করাসহ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।