Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ে ফিরল যুবা বিশ্বচ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২২ ০৩:৩১ | আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১০:০৪

অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়নদের এবারের বিশ্বকাপের শুরুটা বেশ বাজেভাবেই হয়েছে। ইংল্যান্ডের কাছে পরাজয় দিয়ে শুরু হলেও সেই ধাক্কা কাটিয়ে উঠেছে টাইগার যুবারা। কানাডার বিপক্ষে ৮ উইকেটের বিশাল জয়ে কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রাখল বাংলাদেশ।

সেন্ট কিটসের কোনারি স্পোর্টস ক্লাবে কানাডাকে ৪৪ দশমিক ৩ ওভারে ১৩৬ রানে আটকে দিয়েছিল টাইগার বোলাররা। অফ স্পিনার মেহেরব হাসান ও পেসার রিপন মণ্ডল ৪টি করে উইকেট নিয়েছেন। টসে জিতে ব্যাটিংয়ে নামা কানাডার ব্যাটারদের দাঁড়াতেই দেয়নি বাংলাদেশের যুবারা। কানাডার উদ্বোধনী ব্যাটার অনুপ চিমা ১১৭ বলে করেন ৬৩ রান, তবে তাকে উপযুক্ত সঙ্গ দিতে পারেননি কেউ।

বিজ্ঞাপন

১১তম ওভারে যশ শাহকে এলবিডব্লু করে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন রিপন। পরের ওভারে আশিকুর জামান ফেরান ইয়াসির মাহমুদকে। অধিনায়ক মিহির প্যাটেলের পর মোহিত প্রশারকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন চিমা। এরপর প্যাটেলের পর প্রশারকেও ফেরান মেহেরব। মেহেরবের পরের দুই ওভারে ফেরেন গুরনেক সিং ও ইথান গিবসনও। ৩৪তম ওভারে ৯০ রান তুলতেই ষষ্ঠ উইকেট হারায় কানাডা।

অন্যরা যাওয়া আসার মিছিলে থাকলেও চিমা এক প্রান্ত আগলে রাখেন। ১০৭ বলে অর্ধশতক পূর্ণ করেন চিমা। ৪১তম ওভারে গিয়ে রিপনের বলে আউট হন চিমা। এরপর পরমবির খরৌদকে ফেরান আশিকুর, শিল প্যাটেলকে নিজের চতুর্থ শিকার বানান রিপন। কানাডা ৪৪.৩ ওভারে ১৩৬ রানে অলআউট হয়।

১৩৭ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ১১৯ বল ও ৮ উইকেট বাকি রেখেই পেরিয়ে গেছে বাংলাদেশ। রান তাড়ায় পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ, ১৪ বলে ১২ রান করে ফেরেন মাহফিজুল ইসলাম। তবে ইফতেখার হোসেনের সঙ্গে প্রান্তিক নওরোজের দ্বিতীয় উইকেট জুটিতে ওঠে ৭৬ রান। ৫২ বলে ৩৩ রান করে গিবসনের বলে উইকেটের পেছনে ক্যাচ তোলেন প্রান্তিক। তবে বাঁহাতি ইফতেখার পূর্ণ করেন অনূর্ধ্ব-১৯ ক্যারিয়ারের প্রথম অর্ধশতক, ৭১ বলে। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬১ রানে, আইচের সঙ্গে তাঁর অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে নিশ্চিত হয় জয়।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামীকাল, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

কানাডা অনূর্ধ্ব-১৯ দল: ৪৪.৩ ওভারে ১৩৬/১০; (চিমা ৬৩, মিহির ১১, মোহিত ১২, কৈরভ ১৪; আশিকুর ৯-১-২১-২, তানজিম ৬-০-২৪-০, রকিবুল ৯-২-২৭-০, রিপন ৮.৩-০-২৪-৪, মেহরব ১০-১-৩৭-৪, আরিফুল ২-০-৩-০)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৩০.১ ওভারে ১৪১/২ (মাহফিজুল ১২, ইফতিখার ৬১*, নাবিল ৩৩, আইচ ২০*; পারমভির ৫-০-২৪-১, গিবসন ৫-০-১৮-১)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী

সারাবাংলা/এসএস

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ বনাম কানাডা বাংলাদেশের জয় যুবা বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর