Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামব্যাক বা জাতীয় দল নয়, চিন্তা বিপিএল নিয়ে: মুশফিক

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২২ ১৬:৫৩

শুক্রবার (২১ জানুয়ারি) থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশের ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল। এবার খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তবে এই ফরম্যাটে সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশ দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল মুশফিককে। তাই তো এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মুশফিকের সামনে নিজের সামর্থ্য প্রমাণের মঞ্চ। কিন্তু তিনি কামব্যাক বা জাতীয় দল নিয়ে ভাবছেন না। খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকের ভাবনায় এখন কেবলই বিপিএল।

বিজ্ঞাপন

বিশ্বকাপে বাংলাদেশের করুণ পরণতির দায় বর্তেছে মুশফিকের কাঁধেও। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দেশসেরা এই ব্যাটার। আর বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজেই তাই বিশ্রামে পাঠানো হয় মুশফিককে। কিন্তু এরপরেও বিপিএলকে জাতীয় দলে কামব্যাক করার মঞ্চ হিসেবে মানছেন না তিনি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন, ‘আমি কামব্যাক বা জাতীয় দল নিয়ে চিন্তা করছি না। আমি চিন্তা করছি ভাই টি-টোয়েন্টি বিপিএল ফরম্যাট নিয়ে। আলহামদুলিল্লাহ বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক আমি। আমার কাছে এটা অন্যরকম চ্যালেঞ্জ যেন ঐ জায়গাটা ধরে রাখতে পারি। ভবিষ্যতে কি আসবে না আসবে তা নিয়ে একদমই ভাবি না। চেষ্টা করি দলের জন্য, এটাই আমার জন্য যথেষ্ট। যেহেতু আমাকে ডিরেক্ট সাইন করেছেন, তার প্রতিফলন যেন মাঠে দিতে পারি এতটুকুই চিন্তা করছি।’

তবে নিজে কামব্যাক বা জাতীয় দল নিয়ে এখন না ভাবলেও মুশফিক জানান এই টুর্নামেন্ট অনেক বড় একটা সুযোগ দেশের ক্রিকেটারদের জন্য। আসন্ন বিশ্বকাপের জন্যও ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে দেশের ক্রিকেটারদের এই টুর্নামেন্ট থেকেই। মুশফিক বলেন, ‘এটা সবার জন্য বড় সুযোগ, বিশেষ করে স্থানীয়দের জন্য। সামনে বিশ্বকাপসহ অনেক খেলা আছে। কোভিড পরিস্থিতি আগের মত ভালো নেই। তারপরও যে খেলার সুযোগ পাচ্ছি, পরিবেশ পাচ্ছি এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। স্থানীয়দের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম। এখান থেকে অনেকেই ভালো পারিশ্রমিক পেয়ে থাকে। বিসিবিকে ধন্যবাদ, অনেক প্রতিকূলতার মধ্যেও তারা চেষ্টা করে যাচ্ছেন। আশা করছি আমার দল ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি সবাই সহায়তা করবেন, যেন বিপিএল ভালো মতো শেষ করতে পারি।’

বিজ্ঞাপন

বিপিএলের মাধ্যমে টি-টোয়েন্টিতে নিজেকে ফিরে পেতে চান এই টাইগার ব্যাটার। তবে তার প্রধান লক্ষ্য দলকে সাহায্য করা। গেল বছর রানার-আপ হওয়া মুশফিকের চোখ এবার চ্যাম্পিয়ন ট্রফিটার দিকে।

তিনি বলেন, ‘যেকোনো দলই চ্যাম্পিয়ন হতে চায়। আমরাও চাই ইনশাআল্লাহ্‌। আশা করি একটা শিরোপা যেন জিততে পারি, আর সেটা যেন এ বছরই হয়। চেষ্টা করবো সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। একইসঙ্গে ম্যাচ উইনিং ইনিংস খেলতে চাই যাতে দল ভালো ফলাফল পায়। যেন ব্যক্তিগত লক্ষ্যের চেয়েও দলীয় লক্ষ্য বেশি অর্জন করতে পারি।’

শুক্রবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল। সন্ধ্যা সাড়ে ছয়টায় মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।

সারাবাংলা/এসএস

টপ নিউজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর