পিএসজির অনুরোধে মেসিকে দলে ডাকেনি আর্জেন্টিনা
২০ জানুয়ারি ২০২২ ১৩:২২
ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর তাই তো নিজেদের এবার আরও ভালোভাবে ঝালিয়ে নেওয়ার লক্ষ্য আলবেসিলেস্তাদের কোচ লিওনেল স্কালোনি। তাই তো দলে এবার সুযোগ দিচ্ছেন অন্যদেরও। আর্জেন্টিনার আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড থেকে লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছেন স্কালোনি। জানা গেছে মেসির ক্লাব পিএসজির অনুরোধেই তাকে দলে ডাকেনি আর্জেন্টিনা।
লিওনেল মেসিকে ঘিরে কদিন ধরে যা শোনা যাচ্ছিল, শেষ পর্যন্ত হলোও তাই। বিশ্বকাপ বাছাইপর্বে আসছে দুই ম্যাচের জন্য দলের সেরা তারকাকে স্কোয়াডে রাখেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
গত ২ জানুয়ারি মেসির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে। চার দিন পরই অবশ্য তার নেগেটিভ ফল আসে। কিন্তু প্রাণঘাতী এই ভাইরাসের ধকল এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি পিএসজি তারকা। ফলে নতুন বছরে এখনও মাঠে নামা হয়নি তার। ক্লাবের হয়ে গত ২২ ডিসেম্বর সবশেষ খেলেছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
এ কারণেই মাসের শেষের ফিফা উইন্ডোতে হতে যাওয়া বাছাইয়ের ম্যাচে তাকে দলে না রাখতে আর্জেন্টিনা কর্তৃপক্ষকে পিএসজি অনুরোধ করেছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়।
বুধবার (১৯ জানুয়ারি) আসন্ন দুই ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। আগামী ২৭ জানুয়ারি চিলির মাঠে খেলার পর ১ ফেব্রুয়ারি ঘরের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের বাছাইপর্বে ১৩ ম্যাচে আট জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক
ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুস্সো (আটালান্টা), এস্তেবান আনদ্রাদা (মন্তেরি)
রক্ষণভাগ
নাউয়েল মোলিনা (উদিনেজে), গনজালো মন্ট্রিয়েল (সেভিয়া), লুকাস মার্টিনেজ কুয়ার্তা (ফিওরেন্তিনা), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), লিসান্দ্রো মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস টাগলিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া)।
মধ্যমাঠ
লুকাস ওকম্পাস (সেভিয়া), লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), আলেহান্দ্রো গোমেস (সেভিয়া), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), আলেক্সিস মাক আলিসতের (ব্রাইটন)।
আক্রমণভাগ
নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্তিনা), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), অ্যাঞ্জেল কোররেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), হুলিয়ান আলভারেজ (রিভার প্লেট), লটারো মার্টিনেজ (ইন্টার মিলান), হোয়াকিন কোররেয়া (ইন্টার মিলান), পাওলো দিবালা (জুভেন্টাস)।
সারাবাংলা/এসএস