Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড প্রশ্নে মোসাদ্দেক— জীবনের চেয়ে খেলা বড় নয়


১৯ জানুয়ারি ২০২২ ১৭:৩৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১৭:৪১

করোনাভাইরাসের কারণে গতবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হয়নি। ভাইরাসটির প্রকোপ কমে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলে এবার বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে করোনার যন্ত্রণা থেকে মুক্তি মিলছে কই! অষ্টম বিপিএলের আগে করোনায় আক্রান্ত হয়েছেন একাধিক ক্রিকেটার এবং স্টাফ।

গতকাল বিসিবির মেডিকেল বিভাগ সারাবাংলাকে জানায়, করোনা পরীক্ষায় ৩-৪ জন ক্রিকেটার পজিটিভ হয়েছেন। এখনো সব দলের পরীক্ষা শেষ হয়নি বলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। বিষয়টি বিপিএলের সামনে বড় বাঁধা হয়ে দাঁড়ায় কিনা তা নিয়ে শঙ্কা। মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাশা, বিসিবি পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত সিদ্ধান্তটাই নিবে। জীবনের চেয়ে খেলা বড় না বলেছেন স্পিনিং অলরাউন্ডার।

বিজ্ঞাপন

সিলেট সানরাইজার্সের হয়ে এবার বিপিএল খেলবেন মোসাদ্দেক। বুধবার (১৯ জানুয়ারি) যথারীতি মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে সিলেট। অনুশীলন শেষে মোসাদ্দেক সাংবাদিকদের মুখোমুখি হলে উঠল কোভিড পরিস্থিতি নিয়ে প্রশ্ন।

মোসাদ্দেক বলেন, ‘এটাতো বিসিবির সিদ্ধান্ত আমার কিছু না। তবে আমি একটা জিনিস বলতে পারি জীবনের চেয়ে খেলা কখনো গুরুত্বপূর্ণ না। জীবন থাকলে আপনি অবশ্যই খেলতে পারবেন। এ বিষয়গুলো ম্যানেজমেন্ট খুব ভালোভাবে দেখছে আমি মনে করি। বিসিবি খুব ভালভাবে টেক কেয়ার করবে ইন শা আল্লাহ।’

কাগজে-কলমে সিলেট সানরাইজার্সকে খুব একটা শক্তিশালী বলার উপায় নেই। দেশীয় বড় কোনো তারকা নেই দলে। বিদেশিদের তালিকাতেও নামকরা কেউ নেই।

মোসাদ্দেক হোসেন মনে করছেন বড় তারকা না থাকলেও তার দলে পারফর্মার আছে। এটাই তাদের বড় শক্তি, ‘আমাদের দলে হয়তো সুপার স্টার নাই। কিন্তু যারা আছে তারা ঘরোয়া ক্রিকেটের পারফর্মার। সবাই যদি নিজেদের দিনে ভালো খেলতে পারে তাহলে অবশ্যই ভালো একটা ফল আশা করা যায়।’

বিজ্ঞাপন

সূচি অনুযায়ী আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর।

টপ নিউজ বঙ্গবন্ধু বিপিএল-২০২২ মোসাদ্দেক হোসেন সৈকত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর