Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরুর আগেই বিপিএলে করোনার হানা


১৮ জানুয়ারি ২০২২ ১৪:১৭ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ১৫:৫২

শুরুর অপেক্ষায় অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠের লড়াই। সূচি অনুযায়ী ২১ জানুয়ারী মাঠে গড়ানোর কথা এবারের বিপিএল। তার আগে করোনার হানা। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিপিএল খেলতে যাওয়া একাধিক ক্রিকেটার এবং স্টাফ।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। তবে কোনো দলের ক্রিকেটার এবং কোন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন সেটা জানাতে  অস্বীকৃতি জানিয়েছে মেডিকেল বিভাগের ওই কর্মকর্তা।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘হ্যাঁ, কয়েকজন করোনা পজিটিভ হয়েছেন। সংখ্যাটা ৩-৪। তবে কোন ক্রিকেটার এবং কোন দলের ক্রিকেটার আক্রান্ত হয়েছেন আপাতত সেটি না জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অষ্টম বিপিএলকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝড়িয়ে যাচ্ছেন ছয় দলের ক্রিকেটাররা। মিরপুরের একাডেমিক মাঠে অনুশীলন চলছে পর্যায়ক্রমে।

আজ ১৮ জানুয়ারি থেকে ধাপে ধাপে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার কথা দলগুলোর। জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক।

মেডিকেল বিভাগের ওই কর্তা জানিয়েছেন, আজ তিনটি দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে যার ফলাফল পাওয়া যাবে আজ রাত ১০টার পর। সে হিসেবে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।

বঙ্গবন্ধু বিপিএল-২০২২

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর