Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা লেভান্ডোফস্কি

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২২ ০১:৪২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ০৯:৫৮

অল্পের জন্য ব্যালন ডি অর হাতছাড়া হয়েছিল লিওনেল মেসির কাছে। তবে দুর্দান্ত ধারাবাহিকতায় টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা পুরষ্কার ‘ফিফা দ্য বেস্ট’ জিতে নিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোফস্কি।

গোটা বছরজুড়ে গোলের বন্যায় ভাসিয়েছেন প্রতিপক্ষকে। একের পর এক রেকর্ড গড়েছেন। বনে গেছেন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও। সামনে কেবল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। দুর্দান্ত মৌসুম কাটানো লেভার হাতেই তাই উঠলো ২০২১ সালের ফিফা দ্য বেস্টের অ্যাওয়ার্ড। এবারে দ্বিতীয়স্থানে থেকে শেষ করেছেন লিওনেল মেসি।

বিজ্ঞাপন

সুইজারল্যান্ডের জুরিখে সোমবার রাতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে গত ২২ নভেম্বর ১১ জনের তালিকা প্রকাশ করেছিল ফিফা। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ অগাস্ট পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে সংস্থাটির একটি বিশেষজ্ঞ প্যানেল তালিকাটি তৈরি করেছিল। পরে গত ৭ জানুয়ারি ১১ জনের মধ্যে থেকে তালিকাটি তিন জনে নামিয়ে আনা হয়।

৩৩ বছর বয়সী লেভান্ডোফস্কি এক বছরে জার্মান বুন্দেস লিগায় সর্বোচ্চ ৪৩ গোলের রেকর্ড ভাঙেন গেল ডিসেম্বরে। ১৯৭২ সালে জার্মান কিংবদন্তি জার্ড মুলারের এই রেকর্ড ভাঙেন লেভা। এছাড়াও প্রথম ফুটবলার হিসেবে টানা চার মৌসুম বুন্দেস লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করেন তিনি।

আর ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের পুরষ্কার জিতেছেন বার্সেলোনার মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়াস।

বিজ্ঞাপন

এদিকে ফিফার বর্ষসেরা কোচের পুরষ্কার জিতেছেন চেলসিকে চ্যাম্পিয়নস লিগ এনে দেওয়া জার্মান কোচ থমাস তুখেল। বর্ষসেরা গোলরক্ষকের পুরষ্কার বাগিয়ে নিয়েছেন চেলসির গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি।

পুরষ্কার বিতরণী শেষে প্রকাশিত পয়েন্ট তালিকায় দেখা মেলে লিওনেল মেসির চেয়ে মাত্র ৪ পয়েন্ট বেশি পেয়ে ফিফা দ্য বেস্ট জিতেছেন লেভা। পোলিশ এই স্ট্রাইকার পয়েন্ট ৪৮, দ্বিতীয় হিসেবে শেষ করা লিওনেল মেসির পয়েন্ট ৪৪। এরপর তিনে থাকা মোহাম্মদ সালাহ পেয়েছেন ৩৯ পয়েন্ট। এরপর চারে শেষ করেছেন রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা। ক্রিস্টিয়ানো রোনালদো ২৩ পয়েন্ট নিয়ে শেষ করেছেন সাতে থেকে।

সারাবাংলা/এসএস

টপ নিউজ ফিফা দ্য বেস্ট এওয়ার্ড মোহাম্মদ সালাহ রবার্ট লেভান্ডোফস্কি লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর