Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়েকে উড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল টাইগার যুবারা

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২২ ১২:৪৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১২:৪৫

জিম্বাবুয়েকে ১৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে যুব বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২৭৭ রানের পুঁজি গড়ে বাংলাদেশ, জবাবে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। আর এতেই বৃষ্টি আইনে বাংলাদেশ ১৫৫ রানের জয় পায়।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আইচ মোল্লার ৮২ রানের সঙ্গে ওপেনার আরিফুল ইসলামের ৪০ রানে ভর করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৭৭ রানের পুঁজি দাঁড় করায়। এছাড়া রিপন মন্ডল ৩৯, রাকিবুল ৩৬ এবং মোহাম্মদ ফাহিম করেন ৩৩ রান। জিম্বাবুয়ের হয়ে মিচেল চারটি উইকেট পেয়েছেন। বৃষ্টি আইনে জিম্বাবুয়ের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৫৬ রানের।

বিজ্ঞাপন

জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় রোডেশিয়ান যুবারা। ইনিংসের চতুর্থ ওভারে পানাশে তারুভিঙ্গাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় উইকেটে কনোর মিচেল ও স্টিভেন সাউল মিলে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা বড় হতে দেননি মুশফিক হাসান।

২৭ বলে ১০ রান করা মিচেলকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান ডানহাতি এই পেসার। এরপর সেভাবে কেউই জুটি গড়তে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সাউল। তবে জয়ের জন্য সেটা যথেষ্ঠ ছিল না। ৩৯ রান করা সাউলকে ফেরান নাইমুর।

শেষ দিকে আরিফুলের বলে বোল্ড হয়ে ফেরার আগে তাশিঙ্গা ম্যাকোনি করেছেন ২২ রান। দলের সাত ব্যাটার দুই অঙ্কের কোটা ছুঁতে পারায় মাত্র ১১০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের যুবাদের হয়ে নাইমুর তিনটি এবং দুটি করে উইকেট পেয়েছেন আরিফুল ও মামুন।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোরকার্ড

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল – ২৭৭/১০ ( ৪৯.৫ ওভার) (আইচ ৮২, আরিফুল ৪০, রিপন ৩৯, রাকিবুল ৩৬, ফাহিম ৩৩; মিচেল ৪/৩০)

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল – ১১০/১০ (লক্ষ্য ২৫৬) (৩৫.২ ওভার) (সাউল ৩৯, ম্যাকোনি ২২; নাইমুর ৩/১৮, আরিফুল ২/৬, মামুন ২/১৫)

সারাবাংলা/এসএস

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ বাংলাদেশের প্রস্তুতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর