মাহমুদউল্লাহ ৪৩, ব্যর্থ তামিম
১১ জানুয়ারি ২০২২ ১৭:৩১ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৭:৩৯
সিলেটে জমে উঠেছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে খেলছেন তারকা ক্রিকেটাররা। অনেকদিন যাবত ক্রিকেটের বাইরে থাকা তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান খেলছেন বিসিএলে। খেলার কথা রয়েছে মাশরাফি বিন মুর্তজারও।
সাকিব, মোস্তাফিজ বিসিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলেছেন একদিন আগে। আজ টুর্নামেন্টে প্রথমবার মাঠে নেমেছিলেন তামিম, মাহমুদউল্লাহ। রান পাননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে ৪৩ রানের ইনিংস খেলেছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে মাঠে নেমেছিলেন মাহমুদউল্লাহ। ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২৬২ রান তোলে ওয়ালটন সেন্ট্রাল জোন। জবাব দিতে নেমে উত্তরাঞ্চলের হয়ে পাঁচে ব্যাটিং করতে নামেন মাহমুদউল্লাহ।
বেশ স্বাচ্ছন্দেই খেলছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক। মোসাদ্দেক হোসেন সৈকতের বল হাঁকাতে গিয়ে আউট হয়েছেন ৫৯ বলে ৪৩ রান করে। চার মেরেছেন ২টি, ছক্কা ১টি।
গত নভেম্বরে শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন মাহমুদউল্লাহ। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। টেস্ট থেকে অবসর নিয়ে নেওয়াতে নিউজিল্যান্ড সফরে যাননি। বিসিএল দিয়ে ফিরলেন ক্রিকেটে।
তামিম ইকবাল খেলছেন পূর্বাঞ্চলের হয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওপেনিংয়ে নেমে সময় নিয়ে এগুতে চেয়েছেন তামিম। তাতে বলের সঙ্গে রানের ব্যবধান বেড়ে যায়। সেই চাপ থেকে বেরুতেই মেহেদি হাসানকে এগিয়ে এসে হাঁকাতে চাইলেন। কিন্তু বল ব্যাটে নিতে পারেননি, সরাসরি চলে যায় উইকেটরক্ষকের গ্লাফসে। এলবিডব্লিউ হয়ে যান তামিম। ফেরার আগে ২৭ বল খেলেছেন। ১টি চারে রান করেছেন ৯টি।
তামিম ইকবাল প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন গত জুলাইয়ের পর। মাঝের সময়টাতে হাঁটু ও আঙুলের চোটে ভুগেছেন ওয়ানডে অধিনায়ক।