Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রাইস্টচার্চে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২২ ১১:১২ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১১:১৯

ক্রাইস্টচার্চে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৫২১ রানের জবাবে বাংলাদেশ মাত্র ১২৬ রানে অলআউট হয়। ফলোঅনে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। এতেই ইনিংসসহ ১১৭ রানের বিশাল জয় পায় নিউজিল্যান্ড। আর সেই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে শুরুটা বেশ ভালোই করেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম এবং মোহাম্মদ নাঈম। উদ্বোধনী জুটি থেকে ২৭ রান আসে। তবে রানের চেয়েও সবচেয়ে বেশি যে ব্যাপারটি টাইগারদের স্বস্তি দিচ্ছিল সেটা সাদমান এবং নাঈমের ব্যাটিংয়ের ধরন। দুই ব্যাটারই ধীরে সুস্থে দেখে শুনেই ব্যাট চালাচ্ছিলেন। তাই তো উদ্বোধনী জুটি টিকেছিল ১৩.৫ ওভার।

বিজ্ঞাপন

এরপর ৪৮ বলে ৩ চারে ২১ রান করার পর কাইল জেমিসনের বলে টম ব্লান্ডের গ্লাভসে বল তুলে দিয়ে ফেরেন সাদমান। তিনে ব্যাট করতে আসেন নাজমুল হোসেন শান্ত। অভিষিক্ত নাঈমকে সঙ্গে নিয়ে প্রথম সেশনের বাকি সময়টা কাটিয়ে দেওয়ার দ্বারপ্রান্তে গিয়েও পারলেন না শান্ত। মধ্যাহ্ন বিরতির মাত্র দুই ওভার বাকি থাকতেই ওয়াগনারের বলে বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। আউট হওয়ার আগে ৩৬ বলে ২৯ রান করেন শান্ত।

ফলোঅন এড়াতে পারলো না বাংলাদেশ

শান্ত ফিরলে উইকেটে আসেন অধিনায়ক মুমিনুল হক। তৃতীয় উইকেটে নাঈম এবং মুমিনুল গড়েন ৩৪ রানের জুটি। এরপর দলীয় ১০৫ রানে নাঈম ৯৮ বলে ২৪ রান করে ফিরলে ভাঙে জুটি। এরপর বেশি সময় টেকেননি মুমিনুলও। স্কোরবোর্ডে ১২৩ রান উঠতেই ফেরেন তিনিও। আউট হওয়ার আগে ৬৩ বলে ৩৭ রান করেন টাইগার অধিনায়ক।

দুই ওভার পরে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা ইয়াসির আলী রাব্বি ফেরেন মাত্র ২ রান করে। এরপর ষষ্ঠ উইকেটে নুরুল হাসান সোহানকে নিয়ে ১০৬ রানের দুর্দান্ত এক জুটি গড়েন লিটন দাস। তবে খামখেয়ালি এক শটে আউট হয়ে সোহান ফিরলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। উইকেটের অন্যদিকে রানের চাকা সচল রাখেন লিটন। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও। তবে সেঞ্চুরি করার পরেই জেমিসনের বলে এলবি হয়ে ফিরলে বাংলাদেশের ইনিংস পরাজয় ঘনিয়ে আসে। শেষ পর্যন্ত ইনিংসসহ ১১৭ রানে পরাজিত হয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোরকার্ড

প্রথম ইনিংস

নিউজিল্যান্ড: ১২৮.৫ ওভার; ৫২১/৬ ইনিংস ঘোষণা; (লাথাম ২৫২, ইয়ং ৫৪, কনওয়ে ১০৯, টেইলর ২৮, নিকোলস ০, মিচেল ৩, ব্লান্ডেল ৫৭*, জেমিসন ৪*)); (তাসকিন ৩২.৫-৫-১১৭-০, শরিফুল ২৮-৯-৭৯-২, ইবাদত ৩০-৩-১৪৩-২, মিরাজ ৩১-২-১২৫-০, শান্ত ৪-০-১৫-০, মুমিনুল ৩-০-৩৪-১)।

বাংলাদেশ: ৪১.২ ওভার, ১২৬/১০; (সাদমান ৭, নাঈম ০, শান্ত ৪, মুমিনুল ০, লিটন ৮, ইয়াসির ৫৫, সোহান ৪১, মিরাজ ৫, তাসকিন ২, শরিফুল ২, ইবাদত ০*); (সাউদি ১২-৪-২৮-৩, বোল্ট ১৩.২-৩-৪৩-৫, জেমিসন ৯-৩-৩২-২, ওয়াগনার ৭-১-২৩-০)।

দ্বিতীয় ইনিংস

বাংলাদেশ: ৭৯.৩ ওভার, ২৭৮/১০; (সাদমান ২১, নাঈম ২৪, শান্ত ২৯, মুমিনুল ৩৭, ইয়াসির ২, লিটন ১০২, সোহান ৩৬, মিরাজ ৩, তাসকিন ৯*, শরিফুল ০, ইবাদত ৪); (সাউদি ১৭-৬-৫৪-১, বোল্ট ১৬-৬-৪২-০, জেমিসন ১৮-৪-৮২-৪, ওয়াগনার ২২-৭-৭৭-৩, মিচেল ৬-১-১৮-১,রস টেইলর .৩-০-০-১)।

ফলাফল: নিউজিল্যান্ড ইনিংসসহ ১১৭ রানে জয়ী।

ম্যাচ সেরা: টম লাথাম (২৫২ রান এবং ৬টি ক্যাচ)

সারাবাংলা/এসএস

টপ নিউজ তৃতীয় দিন দ্বিতীয় টেস্ট নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ বাংলাদেশ ফলোঅনে