Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাহনীর ফেডারেশন কাপ শিরোপা জয়


৯ জানুয়ারি ২০২২ ২২:১৯ | আপডেট: ৯ জানুয়ারি ২০২২ ২২:৪১

দুই মৌসুম পর আবারও ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলল আবাহনী লিমিটেড। ফাইনাল ম্যাচে শুরুর দিকে দাপট ছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ক্লাবেরই। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আবাহনী। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।

রোববার (৯ জানুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আবাহনীর হয়ে গোল করেছেন দানিয়েল কলিনদ্রেস সোলেরা ও রাকিব হোসেন। রহমতগঞ্জের হয়ে একমাত্র গোলটি ফিলিপ আজাহর।

বিজ্ঞাপন

ফেডারেশন কাপে আবাহনীর এটা রেকর্ড ১২তম শিরোপা। চলতি মৌসুমে এ নিয়ে দুই শিরোপা জিতল ক্লাবটি। বসুন্ধরা কিংসকে হারিয়ে মৌসুমের শুরুতেই স্বাধীনতা কাপ জিতেছিল আবাহনী।

আবাহনীর শিবিরে আজ ছিলেন না ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো সান্তোস ডি সিলভা ও গোমেস রদ্রিগেস। দুজনের অনুপস্থিতিটা বেশ ভালোই ভুগিয়েছে দলটিকে। প্রথম দিকে আবাহনীকে ছন্নছাড়া মনে হলো সেই কারণেই। তবে পরে ঠিকই ঘুরে দাঁড়ায় দলটি।

ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। চিজোবারের রক্ষণচেরা পাস ধরে ঢুকে পড়েন ফিলিপ আজাহ। তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আবাহনী গোলরক্ষক। আবাহনী ম্যাচে প্রথম শট নিতে পেরেছে ২৮ মিনিটে। ছোট ডি-বক্সের সামনে বল পেয়েছিলেন অরক্ষিত নাবীব নেওয়াজ জীবন। কিন্তু একা গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি। ৪৫ মিনিটে চিজোবারের শট অল্পের জন্য পোস্ট ঘেঁষে বেড়িয়ে যায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে আনন্দে মাতেন আবাহনীর সমর্থকরা। রাকিব হোসেনের পাস ধরে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন কোস্টারিকার এই ফরোয়ার্ড। এগিয়ে যাওয়া আবাহনীর খেলার গতি বাড়ে দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটে কলিনদ্রেসের দারুণ এক শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।

বিজ্ঞাপন

৬৪ মিনিটে ব্যবধান ২-০ করেন  রাকিব। নুরুল নাইম ফয়সালের নেওয়া শট তুষার ফিস্ট করলে বল পেয়ে যান রাকিব। দুই টোকায় বল জালে জড়িয়ে দেন তিনি।

ছয় মিনিট পর ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করেছিলেন রহমতগঞ্জের আজাহ। শাহরিয়ার বাপ্পীর থ্রু পাস ধরে কোনাকুনি শটে ব্যবধান ২-১ করেন তিনি। তবে বাকি সময়ে আর গোল আদায় করতে পারেনি দলটি। যাতে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে ফেডারেশন কাপ জয়ের উল্লাসে মাতে আবাহনী।

আবাহনী লিমিটেড ফেডারেশন কাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর