একাদশে দুই পরিবর্তন, টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
৯ জানুয়ারি ২০২২ ০৩:৪৩
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। কিউইদের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক টেস্ট জিতে সিরিজে ১-০’তে এগিয়ে আছে বাংলাদেশ। দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
প্রথম টেস্টে ইনজুরিতে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি ওপেনার মাহমুদুল হাসান জয়। সেই ইনজুরি কাটিয়ে না ওঠায় দ্বিতীয় ম্যাচেও একাদশে নেই এই তরুণ ওপেনার। এদিকে টেস্ট শুরুর আগেরদিন ইনজুরিতে পড়ে ছিটকে যান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এই দুই ব্যাটারের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ এবং নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), নুরুল হাসান সোহান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ
টম লাথাম, উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেইলর, হেনরি নিকোলস, টোম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার এবং ট্রেন্ট বোল্ট।
সারাবাংলা/এসএস