শেষ মুহূর্তের গোলে বার্সাকে জিততে দেয়নি গ্রানাডা
৯ জানুয়ারি ২০২২ ০১:৫৪ | আপডেট: ৯ জানুয়ারি ২০২২ ১১:৩৩
নতুন বছরের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সেলোনা। মায়োর্কার সঙ্গে লা লিগায় জিতে বছর শুরু করার পর লিনারেস দেপোর্তিভোর বিপক্ষে কোপা দেল রে’তে জয় পেয়েছিল কাতালান ক্লাবটি। এবার বছরের তৃতীয় ম্যাচে এসেই ছন্দ পতন জাভি হার্নান্দেজের দলের। গ্রানাডার বিপক্ষে লুক ডি ইয়ংয়ের গোলে লিড নিলেও অন্তিম মুহূর্তে গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে বার্সার।
বার্সার সামনে সুযোগ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলের পাঁচে ওঠার। গ্রানাডার সঙ্গে ম্যাচের ৮৮তম মিনিট পর্যন্ত সে পথেই ছিল তারা তবে ৮৯তম মিনিটে অ্যান্তোনিও পুরতাসের গোলে বার্সার কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেয় স্বাগতিকরা। আর এতেই ১-১ গোলে সমতায় শেষ হয় ম্যাচটি। এর আগে ৭৯ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার তরুণ মিডফিল্ডার পাবলো গাভিরা।
গ্রানাডার বিপক্ষে জয় পেলেই লা লিগার পয়েন্ট টেবিলে পাঁচে উঠত বার্সা। কিন্তু এই ড্র’তে অ্যাটলেটিকোর সমান ৩২ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করতে হচ্ছে কাতালান ক্লাবটিকে। ২০ ম্যাচে ৮টি করে জয় এবং ড্র আর ৪টি ম্যাচে হেরেছে বার্সা। অন্যদিকে এক ম্যাচ কম ১৯টি ম্যাচ খেলে ৯টি জয় ৫ ড্র এবং ৫ ড্র’তে বার্সার সমান পয়েন্ট নিয়ে পাঁচে অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিকে রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে নামার আগে ২০ ম্যাচে ১৪ জয় ৪ ড্র আর দুই হারে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের সাত মিনিটের মাথায় লুক ডি ইয়ংয়ের গোলে লিড নেয় বার্সেলোনা। কিন্তু ভিএআর জানায় গোলের বিল্ডআপের সময়েই অফসাইডে ছিলেন বার্সার খেলোয়ার আর এতেই বাতিল হয় গোল। এরপর তরুণ খেলোয়াড় নিয়ে সাজানো বার্সার একাদশ দারুণ কিছু সুযোগ তৈরি করে। কিন্তু গ্রানাডার গোলরক্ষক বেশকিছু সেভ দিলে বার্সা লিড নিতে পারেনি।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে লিড নিতে আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি কাতালান ক্লাবটিকে। এদিকে বার্সার জার্সিতে দ্বিতীয়বারের মতো অভিষেকেই গোলের যোগানদাতা কিংবদন্তি দানি আলভেজ। ৫৭তম মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ এক ক্রসে লুক ডি ইয়ংকে খুঁজে নেন আলভেজ, আর ক্রস পেয়ে এক চুল ভুল করেননি এই ডাচ স্ট্রাইকার। বার্সেলোনা লিড নেয় ১-০ গোলের।
গোলের পর আক্রমণাত্মক খেলতে থাকে বার্সা কিন্তু দ্বিতীয় গোলের দেখা মেলেনি। উল্টো ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে গ্রানাডার কোলাডোকে মারাত্মক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পাবিলো গাভিরা। আর এতেই ম্যাচের শেষ ১০ মিনিটেরও বেশি সময় একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে হয় সফরকারীদের। আর এরই খেসারত দিতে হয়েছে বার্সাকে।
ম্যাচের ঘড়ির কাঁটায় আর মাত্র এক মিনিট বাকি। ঠিক তখনই কর্নার থেকে উড়ে আসা বল লাফিয়ে বিপদমুক্ত করতে গিয়ে ব্যর্থ হয় বার্সার ডিফেন্স। আর এই সুযোগ নিয়েই অ্যান্তোনিও পারতাস বল জালে জড়িয়ে গ্রানাডাকে সমতায় ফেরান। এতে ম্যাচ শেষ হয় ১-১ গোলের সমতায়।
সারাবাংলা/এসএস
গ্রানাডা বনাম বার্সেলোনা পয়েন্ট ভাগাভাগি বার্সার ড্র লা লিগা