দ্বিতীয় টেস্টের আগে শঙ্কায় মুশফিক
৮ জানুয়ারি ২০২২ ২৩:৩৭ | আপডেট: ৯ জানুয়ারি ২০২২ ০৪:২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে বাংলাদেশ শিবিরে বড় শঙ্কা। ইনজুরিতে ভুগছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় টেস্ট খেলতে নাও নামতে পারেন মুশফিক।
বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকেটবাজ জানিয়েছে, আগামীকাল ম্যাচ শুরুর আগে মুশফিককে পর্যবেক্ষণ করবেন ফিজিও। ফিটনেস টেস্টে উৎরাতে না পারলে তার বদলে একাদশে ডাকা হতে পারে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে।মুশফিক কুঁচকির ইনজুরিতে ভুগছেন জানিয়েছেন ওই কর্মকর্তা।
শেষ পর্যন্ত মুশফিক না খেলতে পারলে সেটা বড় ধাক্কাই হবে বাংলাদেশের জন্য। নিউজিল্যান্ড সফরে নেই সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহরা। দলে অভিজ্ঞ বলতে মুশফিক এবং অধিনায়ক মুমিনুল হকই আছেন। প্রথম টেস্টে মাঠের সিদ্ধান্তে মুশফিক অনেক বড় ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছিলেন মুমিনুল হক।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপাক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অর্থাৎ দ্বিতীয় টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ বাংলাদেশের। রোববার (৯ জানুয়ারি) ভোর ৪টায় বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টটি শুরু হবে ক্রাইস্টচার্চে।