Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাজার জোড়া শতকে চতুর্থ টেস্টেও চালকের আসনে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
৮ জানুয়ারি ২০২২ ১৩:০৭

২০১৯ সালে শেষবার অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমেছিলেন উসমান খাজা। এরপর অ্যাশেজের চতুর্থ টেস্টে এসে সুযোগ মিলল আবারও সাদা পোশাক পরিধান করার। আর মাঠে নেমেই হাঁকালেন জোড়া শতক। প্রথম ইনিংসে ১৩৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন অপরাজিত ১০১ রানের দুর্দান্ত আরও এক ইনিংস। আর এতেই ইংলিশদের সামনে ৩৮৮ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা।

সিডনিতে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে খেলতে নেমে টানা দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন খাজা। প্রথম ইনিংসে ১৩৭ রানের পর এবার অপরাজিত ১০১ রানের ইনিংস। এর চেয়ে স্বপ্নময় প্রত্যাবর্তন আর কি হতে পারতো!

বিজ্ঞাপন

উসমান খাজার টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করেই ৬ উইকেটে ২৬৫ তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ফলে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৮৮ রানের। চতুর্থ দিনের শেষ সেশনের খেলা চলছে।

৭ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড ২৯৪ তুলে প্রথম ইনিংস শেষ করে। আগের দিনে ১০৩ রানে অপরাজিত জনি বেয়ারস্টো নিজের নামের পাশে আর মাত্র ১০ রান যোগ করতে পারেন। লোয়ার অর্ডারের কেউ তাকে সঙ্গ দিতে না পারায় ইংল্যান্ডের লড়াইয়ে ফেরার স্বপ্নটা পূরণ হয়নি।

প্রথম ইনিংসে ৪১৬ রান করা অস্ট্রেলিয়া ১২২ রানের লিড নিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে। তবে এবার ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল তারাও। সেখান থেকে খাজা আর ক্যামেরুন গ্রিনের ১৭৯ রানের বিশাল জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অজিরা। শেষ পর্যন্ত এই জুটিটি ভাঙেন জ্যাক লিচ। পরের বলে তিনি অ্যালেক্স কারিকেও ফিরিয়ে দিলে দেরি না করে ইনিংস ঘোষণা করে দেয় স্বাগতিকরা। এতেই ২৬৫ রানের সঙ্গে প্রথম ইনিংসের ১২২ রানের লিড যোগ হয়ে ইংল্যান্ডের সামনে ৩৮৮ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড়ায়।

বিজ্ঞাপন

১৩৮ বলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন খাজা। প্রথম ইনিংসে ২৬০ বলে ১৩ চারের সাহায্যে করেছিলেন ১৩৭।

সারাবাংলা/এসএস

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড উসমান খাজা জোড়া শতক দ্য অ্যাশেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর